কপ-২৯ সম্মেলন
জলবায়ুসংকট তুলে ধরার আহ্বান প্রধান উপদেষ্টার
বাংলাদেশের কর্মকর্তা, এনজিও এবং সুশীলসমাজের নেতাদের বাকুতে কপ-২৯ সম্মেলনে দেশের জলবায়ুসংকট তুলে ধরতে অতিরিক্ত প্রচেষ্টা চালাতে বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিতে সোমবার (১১ নভেম্বর) আজারবাইজানের রাজধানীতে পৌঁছার পর তিনি এ আহ্বান জানান।
তিনি বাকুর একটি হোটেলে সমন্বয় সভায় বাংলাদেশ প্রতিনিধিদলকে বলেন, ‘আমাদের প্রধান প্রচেষ্টা হবে আমাদের উদ্বেগ ও দাবিগুলো কপ২৯-এর চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করা’।
বৈঠকে পরিবেশ সচিব ফারহিনা আহমেদ সম্মেলনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন।