top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শেষ হচ্ছে আজ। আখেরি মোনাজাত আজ দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে। শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ এই মোনাজাত পরিচালনা করবেন বলে নিশ্চিত করেছেন শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর, ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এসব বিয়ে সম্পন্ন করা হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ফজরের নামাজের পর ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুক বয়ান করবেন। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে হেদায়েতি বয়ান করবেন হিন্দুস্থানের মাওলানা আব্দুর রহমান। তার বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।

রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়। এরপর সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে দ্বিতীয় ধাপ শুরু হয়, যা বুধবার শেষ হচ্ছে।

৮ দিনের বিরতি শেষে ১৪ ফেব্রুয়ারি থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে, যা পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।

r1 ad
r1 ad
top ad image