top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

অপারেশন ডেভিল হান্ট: ৬ দিনে গ্রেপ্তার প্রায় চার হাজার

অপারেশন ডেভিল হান্ট: ৬ দিনে গ্রেপ্তার প্রায় চার হাজার
৮ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট

শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্টের আওতায় ৫০৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। একই সময়ে অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছে আরও ৯৪৮ জন। এ ছাড়া ২৬টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এই তথ্য অনুযায়ী, অপারেশন ডেভিল হান্ট শুরুর পর গত ছয় দিনে এ অভিযানে সারা দেশে তিন হাজার ৯২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শেষ ২৪ ঘণ্টায় গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে এক হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৫০৯ জনকে, অন্যান্য মামলা ও গ্রেপ্তারি পরোয়ানায় আরও ৯৪৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টের আওতায় যেসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে একটি করে একনলা বন্দুক, ওয়ান শুটারগান, কার্তুজ, চাইনিজ ছুরি, দেশীয় ছুরি, চাইনিজ কুড়াল ও দেশীয় কুড়াল। আরও উদ্ধার করা হয়েছে দুটি চাইনিজ চাপাতি, তিনটি দা, চারটি ধামা ও ১০টি রামদা।

গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের খবর শুনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঠেকাতে গিয়ে হামলার শিকার হন। ছাত্ররা বলছেন, সেখানে ডেকে নিয়ে তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

ওই হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোকে নিয়ে বৈঠক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর গত শনিবার থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যারা দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রে লিপ্ত, তাদেরই এই অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হবে সারা দেশে। এরপর থেকে এই অভিযানে ছয় দিনে প্রায় চার হাজার ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য জানাল পুলিশ সদর দপ্তর।

r1 ad
r1 ad
top ad image