বিজ্ঞান

কেমোথেরাপি কীভাবে কাজ করে?

ডেস্ক, রাজনীতি ডটকম
কেমোথেরাপির প্রতিকী ছবি

ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই চিকিৎসায় বিশেষ ধরনের ওষুধ ব্যবহার করা হয়, যা ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করে বা তাদের বাড়া-চলা থামিয়ে দেয়। তবে এই ওষুধ তৈরি করা এবং শরীরে প্রয়োগ করার প্রক্রিয়া বেশ জটিল ও সময়সাপেক্ষ।

কেমোথেরাপির ওষুধ তৈরি হয় নানা উৎস থেকে। সাধারণত চার ধরনের উৎস আছে। প্রথমত, প্রাকৃতিক উৎস থেকে ওষুধ বানানো হয়। যেমন, পেরিওয়িঙ্কল গাছ থেকে ভিঙ্ক্রিস্টিন ও ভিঙ্কাব্লাস্টিন নামের কেমোথেরাপির ওষুধ তৈরি হয়। আবার, ডক্সোরুবিসিন নামের একটি ওষুধ তৈরি হয় বিশেষ ধরনের ব্যাকটেরিয়া Streptomyces থেকে।

দ্বিতীয়ত, কিছু কেমোথেরাপির ওষুধ রাসায়নিকভাবে ল্যাবরেটরিতে তৈরি করা হয়। যেমন, সাইক্লোফসফামাইড ও মেথোট্রেক্সেট। এগুলো জটিল রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বানানো হয়। তৃতীয়ত, বায়োটেকনোলজি ব্যবহার করে শরীরের প্রাকৃতিক উপাদান (যেমন প্রোটিন বা এনজাইম) দিয়ে কিছু ওষুধ তৈরি করা হয়। যেমন, মনোক্লোনাল অ্যান্টিবডি নামের ওষুধ। আর কখনো কখনো প্রাকৃতিক উৎস আর রাসায়নিক প্রক্রিয়া একসঙ্গে ব্যবহার করে আরও কার্যকর ওষুধ বানানো হয়।

কেমোথেরাপির ওষুধ তৈরির কাজ শুরু হয় গবেষণাগার থেকে। প্রথমে বিজ্ঞানীরা গবেষণা করে ক্যান্সার কোষের আচরণ বোঝেন। এরপর ল্যাবে নতুন ওষুধের উপাদান তৈরি করা হয়। এরপর সেই ওষুধ প্রাণীর শরীরে প্রয়োগ করে দেখা হয় কাজ করছে কিনা, পার্শ্বপ্রতিক্রিয়া কতটা। এরপর আসে মানুষের শরীরে পরীক্ষার ধাপ। কয়েক ধাপে রোগীদের শরীরে ওষুধ প্রয়োগ করে দেখা হয় সঠিক মাত্রা কী হওয়া উচিত, এবং ওষুধ কতটা কার্যকর।

সব পরীক্ষা সফল হলে, শুরু হয় বড় আকারে উৎপাদন। বিশেষ কারখানায় খুব কড়া মান নিয়ন্ত্রণের মাধ্যমে ওষুধ তৈরি করা হয় যাতে ওষুধের গুণগত মান ঠিক থাকে।

কেমোথেরাপির ওষুধ রোগীকে মুখে খাওয়ানো হতে পারে ট্যাবলেট বা ক্যাপসুল আকারে। কখনো সরাসরি ত্বকে লাগানো হয় ক্রিমের মতো করে, যাকে টপিক্যাল কেমোথেরাপি বলা হয়। আবার কোনো কোনো সময় ইন্ট্রাথেকাল পদ্ধতিতে ওষুধ মেরুদণ্ডের তরলে দেওয়া হয়, অথবা ইন্ট্রাপেরিটোনিয়াল পদ্ধতিতে পেটের ভেতরের তরলে মিশিয়ে ওষুধ প্রবেশ করানো হয়।

কেমোথেরাপির মূল লক্ষ্য হলো দ্রুত বিভাজনশীল ক্যান্সার কোষগুলোকে আক্রমণ করা। ক্যান্সার কোষ খুব দ্রুত গজায় ও ছড়িয়ে পড়ে, তাই কেমোথেরাপির ওষুধ এদের ডিএনএ বা প্রোটিনে বাধা দিয়ে তাদের বৃদ্ধি বন্ধ করে দেয়।

তবে কেমোথেরাপির একটা বড় সমস্যা হলো, এটি শুধু ক্যান্সার কোষ নয়, শরীরের সুস্থ কোষকেও আঘাত করতে পারে। বিশেষ করে চুলের গোড়া, হাড়ের মজ্জা আর হজমতন্ত্রের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। এ কারণেই কেমোথেরাপি নেওয়ার পর রোগীদের চুল পড়ে যেতে পারে, বমি বমি ভাব হয়, ক্লান্তি আসে।

কেমোথেরাপির ওষুধ তৈরি করতে বহু বছর সময় লাগে। প্রাকৃতিক উপাদান, রাসায়নিক প্রযুক্তি আর আধুনিক বায়োটেকনোলজির মিশ্রণে এসব ওষুধ তৈরি হয়। দিনে দিনে গবেষণা আরও এগিয়ে চলেছে। বিজ্ঞানীরা চেষ্টা করছেন কেমোথেরাপির কার্যকারিতা আরও বাড়াতে এবং পার্শ্বপ্রতিক্রিয়া যতটা সম্ভব কমাতে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

বুদ্ধিজীবীদের রক্ত, গভর্নর হাউজে বোমার ভূমিকম্প আর ‘টাইগার’ এখন খাঁচাবন্দি!

এই ভয়াল ট্র্যাজেডির পাশাপাশি এ দিনই শুরু হয় আত্মসমর্পণের আনুষ্ঠানিক নাটকীয়তাও। ভারতীয় সেনাপ্রধান জেনারেল মানেকশের চরমপত্রের পর ১৩ ডিসেম্বর রাতে জেনারেল নিয়াজি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ১৪ ডিসেম্বর ছিল সেই দিন, যেদিন নিয়াজির আত্মসমর্পণের সেই ঐতিহাসিক সিগন্যালটি দিল্লি থেকে ঢাকায় পৌঁছায়।

৯ দিন আগে

বিজয়ের ৪৮ ঘণ্টা আগে যেভাবে ‘মগজশূন্য’ করা হয় জাতিকে

একাত্তরের ডিসেম্বরের শুরু থেকেই যখন রণাঙ্গনে পাকিস্তানি বাহিনীর পরাজয় নিশ্চিত হয়ে আসছিল, তখনই গভর্নর হাউসের অন্দরমহলে মেজর জেনারেল রাও ফরমান আলী এক ভয়ংকর নীলনকশা চূড়ান্ত করেন। তাঁর ডায়েরিতেই পাওয়া যায় সেই মৃত্যু-তালিকা, যেখানে লেখা ছিল দেশের প্রথিতযশা শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও সাহিত্যিকদের নাম।

৯ দিন আগে

ঢাকার গলায় ‘ফাঁস’, শিরোমণির ট্যাংক যুদ্ধ এবং বুদ্ধিজীবী হত্যার ছক!

১৩ ডিসেম্বর ঢাকার আকাশ, বাতাস এবং মাটি সব কিছুই যেন পাকিস্তানি জেনারেলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। জেনারেল নিয়াজি তার ক্যান্টনমেন্টের সুরক্ষিত ভূগর্ভস্থ বাঙ্কারে বসে ম্যাপের দিকে তাকিয়ে দেখছিলেন যে, পালানোর আর কোনো রাস্তা খোলা নেই।

১০ দিন আগে

পাকিস্তানিদের শেষ ভরসা সপ্তম নৌ বহরও পরিণত মরীচিকায়

পরাশক্তিদের দ্বন্দ্বে বাংলাদেশের মুক্তিকামী মানুষ ও প্রবাসী সরকার ছিল অটল। প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ১২ ডিসেম্বর এক বেতার ভাষণে বলেন, ‘সপ্তম নৌ বহর আমাদের স্বাধীনতা আটকাতে পারবে না। প্রয়োজনে আমরা ১০০ বছর যুদ্ধ করব, তবু বিদেশিদের কাছে মাথা নত করব না।’

১১ দিন আগে