একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়।’
তিনি আরো বলেন, ‘চেতনার কথা শেখ মুজিব ও শেখ হাসিনা বলত। এই চেতনার কথা বলবেন না। চেতনা বিক্রি করবেন না। জুলাইয়ের অংশীদার শুধু আপনারা একা নন। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না।’
শনিবার (৫ জুলাই) বিকেল ৫টায় জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে পথসভায় তিনি এসব কথা বলেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে জয়পুরহাট জেলা এনসিপি এ পথসভার আয়োজন করে। এর আগে এদিন বিকেল সোয়া ৪টার দিকে শহরের সিও কলোনী এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা।
তারেক রহমান বলেন, ‘ইমাম হোসাইন (রা.)-এর সংগ্রাম ছিল সত্য, ইনসাফ ও মানবিক মর্যাদার পক্ষে। তাঁর আত্মত্যাগ আমাদের শিখিয়ে দেয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধই মানবতার পথ। ইমাম বাহিনীর এই লড়াই যুগে যুগে নিপীড়িত, নির্যাতিত মানুষের জন্য মুক্তির প্রেরণা জুগিয়েছে।’