ডেস্ক, রাজনীতি ডটকম
বর্তমান সময়টা ডিজিটাল দুনিয়ার। সকাল থেকে রাত—মোবাইল, ল্যাপটপ, ট্যাব বা টিভি—ডিভাইস ছাড়া যেন দিনই চলে না। কিন্তু এসব স্ক্রিনের পেছনে লুকিয়ে আছে এক অদৃশ্য বিপদ—নীল আলো। চোখে দীর্ঘক্ষণ এ আলো পড়লে দেখা দিতে পারে নানা সমস্যা। আর এখানেই সহায়তা করতে পারে ব্লুকাট লেন্স, চোখের জন্য এক আধুনিক প্রতিরক্ষাব্যবস্থা।
নীল আলো আসলে কী?
নীল আলো দৃশ্যমান আলোরই একটি অংশ, যার তরঙ্গদৈর্ঘ্য সাধারণত ৩৮০ থেকে ৫০০ ন্যানোমিটারের মধ্যে। এই আলো অনেকাংশে প্রাকৃতিক, যেমন সূর্য থেকেও আসে। কিন্তু ডিজিটাল স্ক্রিন থেকেও নীল আলো নির্গত হয়—আর সমস্যা হয় তখনই, যখন আমরা ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের সামনে থাকি।
গবেষণায় দেখা গেছে, দীর্ঘসময় স্ক্রিনে চোখ রাখার ফলে নীল আলো সরাসরি চোখে প্রভাব ফেলে। এর ফলাফল হতে পারে-
এই আলো আমাদের মেলাটোনিন হরমোনের ক্ষরণে বাধা দেয়—যে হরমোন ঘুমের জন্য জরুরি। ফলে রাতে ঘুমে বিঘ্ন ঘটে। দীর্ঘমেয়াদে, নীল আলো রেটিনার কোষে ক্ষতি করতে পারে, যার প্রভাব পড়ে আমাদের দৃষ্টিশক্তিতে।
সমাধান কোথায়? ব্লুকাট লেন্স!
ব্লুকাট লেন্স এমনভাবে তৈরি, যা ডিজিটাল ডিভাইস থেকে আসা ক্ষতিকর নীল আলোর একটি বড় অংশ প্রতিহত করে। ফলে চোখে আরাম মেলে, ক্লান্তি কমে এবং রেটিনার ক্ষয় থেকে কিছুটা হলেও সুরক্ষা পাওয়া যায়।
আরও ভালো খবর হলো, রাতে চোখে নীল আলো কম পড়লে মেলাটোনিন হরমোন ঠিকঠাক কাজ করতে পারে, ফলে ঘুম হয় গভীর ও প্রশান্তিময়।
শুধু স্বাস্থ্য নয়, ব্লুকাট লেন্স চশমাগুলো দেখতে আধুনিক ও ট্রেন্ডি। তাই তরুণ প্রজন্মের মধ্যেও এর জনপ্রিয়তা বাড়ছে দিন দিন।
ব্লুকাট লেন্সের অনেক উপকারিতা রয়েছে, তবে এটি সবার জন্য বাধ্যতামূলক নয়। যারা দিনে কয়েক ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে থাকেন—তাদের জন্য এটি উপকারী। তবে যাদের স্ক্রিন ব্যবহারের পরিমাণ কম, সাধারণ লেন্সেই কাজ চলবে।
ব্লুকাট লেন্সের দাম সাধারণ লেন্সের তুলনায় একটু বেশি হলেও, এটি এক ধরনের দীর্ঘমেয়াদি বিনিয়োগ। কারণ চোখের যত্ন ঠিকভাবে নিলে ভবিষ্যতে চিকিৎসার খরচ অনেকটাই কমে আসে।
ডিজিটাল দুনিয়া থেকে চোখকে সম্পূর্ণ মুক্ত করা সম্ভব নয়, কিন্তু একটু সচেতন হলে ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। ব্লুকাট লেন্স সেই সচেতনতায় একটি স্মার্ট পদক্ষেপ। চোখ দুটো সারাজীবনের সঙ্গী—সেগুলোর যত্ন নিতে তো একটু বাড়তি খরচ করাই যায়।
সূত্র: হাউ ইটস ওয়ার্কস
বর্তমান সময়টা ডিজিটাল দুনিয়ার। সকাল থেকে রাত—মোবাইল, ল্যাপটপ, ট্যাব বা টিভি—ডিভাইস ছাড়া যেন দিনই চলে না। কিন্তু এসব স্ক্রিনের পেছনে লুকিয়ে আছে এক অদৃশ্য বিপদ—নীল আলো। চোখে দীর্ঘক্ষণ এ আলো পড়লে দেখা দিতে পারে নানা সমস্যা। আর এখানেই সহায়তা করতে পারে ব্লুকাট লেন্স, চোখের জন্য এক আধুনিক প্রতিরক্ষাব্যবস্থা।
নীল আলো আসলে কী?
নীল আলো দৃশ্যমান আলোরই একটি অংশ, যার তরঙ্গদৈর্ঘ্য সাধারণত ৩৮০ থেকে ৫০০ ন্যানোমিটারের মধ্যে। এই আলো অনেকাংশে প্রাকৃতিক, যেমন সূর্য থেকেও আসে। কিন্তু ডিজিটাল স্ক্রিন থেকেও নীল আলো নির্গত হয়—আর সমস্যা হয় তখনই, যখন আমরা ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের সামনে থাকি।
গবেষণায় দেখা গেছে, দীর্ঘসময় স্ক্রিনে চোখ রাখার ফলে নীল আলো সরাসরি চোখে প্রভাব ফেলে। এর ফলাফল হতে পারে-
এই আলো আমাদের মেলাটোনিন হরমোনের ক্ষরণে বাধা দেয়—যে হরমোন ঘুমের জন্য জরুরি। ফলে রাতে ঘুমে বিঘ্ন ঘটে। দীর্ঘমেয়াদে, নীল আলো রেটিনার কোষে ক্ষতি করতে পারে, যার প্রভাব পড়ে আমাদের দৃষ্টিশক্তিতে।
সমাধান কোথায়? ব্লুকাট লেন্স!
ব্লুকাট লেন্স এমনভাবে তৈরি, যা ডিজিটাল ডিভাইস থেকে আসা ক্ষতিকর নীল আলোর একটি বড় অংশ প্রতিহত করে। ফলে চোখে আরাম মেলে, ক্লান্তি কমে এবং রেটিনার ক্ষয় থেকে কিছুটা হলেও সুরক্ষা পাওয়া যায়।
আরও ভালো খবর হলো, রাতে চোখে নীল আলো কম পড়লে মেলাটোনিন হরমোন ঠিকঠাক কাজ করতে পারে, ফলে ঘুম হয় গভীর ও প্রশান্তিময়।
শুধু স্বাস্থ্য নয়, ব্লুকাট লেন্স চশমাগুলো দেখতে আধুনিক ও ট্রেন্ডি। তাই তরুণ প্রজন্মের মধ্যেও এর জনপ্রিয়তা বাড়ছে দিন দিন।
ব্লুকাট লেন্সের অনেক উপকারিতা রয়েছে, তবে এটি সবার জন্য বাধ্যতামূলক নয়। যারা দিনে কয়েক ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে থাকেন—তাদের জন্য এটি উপকারী। তবে যাদের স্ক্রিন ব্যবহারের পরিমাণ কম, সাধারণ লেন্সেই কাজ চলবে।
ব্লুকাট লেন্সের দাম সাধারণ লেন্সের তুলনায় একটু বেশি হলেও, এটি এক ধরনের দীর্ঘমেয়াদি বিনিয়োগ। কারণ চোখের যত্ন ঠিকভাবে নিলে ভবিষ্যতে চিকিৎসার খরচ অনেকটাই কমে আসে।
ডিজিটাল দুনিয়া থেকে চোখকে সম্পূর্ণ মুক্ত করা সম্ভব নয়, কিন্তু একটু সচেতন হলে ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। ব্লুকাট লেন্স সেই সচেতনতায় একটি স্মার্ট পদক্ষেপ। চোখ দুটো সারাজীবনের সঙ্গী—সেগুলোর যত্ন নিতে তো একটু বাড়তি খরচ করাই যায়।
সূত্র: হাউ ইটস ওয়ার্কস
এলাচ যে কেবল খাবারে সুগন্ধ যোগ করে সেটা নয়। নিয়মিত এলাচ খাওয়ার রয়েছে অনেক উপকার। কার্বোহাইড্রেট, প্রোটিন ও ডায়েটারি ফাইবার, নিয়াসিন, পাইরিডক্সিন, রিবোফ্লোভিন, থিয়ামাইন, ভিটামিন এ, ভিটামিন সি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও জিঙ্কের চমৎকার উৎস এই মসলা। প
১১ দিন আগেপাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০ বাংলা গানের মধ্যে তিনটি গানের রচয়িতা গুণী এই গীতিকবি। গানগুলো হচ্ছে ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বল’ ও ‘একবার যেতে দে না’।
১১ দিন আগেটিমোথি শালামে, চ্যাপেল রোন ও প্যাট্রিক মাহোমসের নামে তৈরি এআইভিত্তিক চ্যাটবট শিশু-কিশোরদের সঙ্গে যৌন, মাদক ও আত্মহত্যাসংক্রান্ত অনুপযুক্ত আলাপ করেছে বলে অভিযোগ উঠেছে। এই চ্যাটবটগুলো টেক্সটের মাধ্যমে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি কণ্ঠ ব্যবহার করে, যেগুলো তারকাদের মতো শোনানোর জন্য প্রশিক্ষিত ছিল
১১ দিন আগেচলচ্চিত্র ছেড়ে দেবো করতে করতেই পাহাড়ি সান্যালের হাত ধরে অভিনয় করেন ‘বসু পরিবার’ ছবিতে। ১৯৫২ সালের সে ছবিটি বেশ নজর কাড়ে অনেকের। ১৯৫৩ সালে মুক্তি পায় ‘সাড়ে চুয়াত্তর’। সুচিত্রা সেনের বিপরীতে উত্তমের এই ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার! উত্তম কুমারের চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠারও সূচনা তার সঙ্গে।
১৩ দিন আগে