দেড় দশক পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২: ৫৬

প্রায় ১৫ বছর পর দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয়ে পররাষ্ট্রসচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে বসেছে বাংলাদেশ ও পাকিস্তান। বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। পারস্পরিক বোঝাপড়া আর রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে উভয়পক্ষের জন্য বৈঠকটি তাৎপর্যপূর্ণ।

এর আগে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার লক্ষ্যে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ বুধবার ঢাকায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক অনুবিভাগের মহাপরিচালক ইসরাত জাহান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। আজ দু’দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক শুরু হয়েছে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব জসিম উদ্দিন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন বাংলাদেশ সফরের আগে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গতিশীল হচ্ছে।

চলতি মাসেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসছেন। তিনি পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীও। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ইসহাক দারের নিবিড় সম্পর্ক রয়েছে। ইসহাক দারের সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বেশ কিছু চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রীর সফরকালে পাকিস্তানের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও তার সঙ্গে বাংলাদেশে আসবেন।

ad
Ad

ঘরের রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের চোখে সফল অস্ত্রোপচার

শায়রুল কবির বলেন, সোমবার (১২ মে) স্যারের (মির্জা ফখরুল) চোখে সমস্যা দেখা দিলে দ্রুতই গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, স্যারের চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি। চিকিৎসকদের পরামর্শে চোখের চিকিৎসা নিতে ব্যাংককের রুটনিন আই হসপিটালে দ্রু

২ দিন আগে

দুদকের মামলায় জুবাইদার জামিন, আপিল শুনানির জন্য গৃহীত

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।

২ দিন আগে

বন্দরের পথ উন্মুক্ত হলে অর্থনীতিরও অগ্রগতি হবে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের অর্থনীতির পরিবর্তনে চট্টগ্রাম বন্দরই মূল ভরসা। এটি বাদ দিয়ে দেশের অর্থনীতিকে নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করানোর সুযোগ নেই। বন্দরের পথ উন্মুক্ত হলে দেশের অর্থনীতিরও অগ্রগতি হবে। অন্যথায় যতই চেষ্টা করা হোক, অর্থনৈতিক উন্নতি

২ দিন আগে

মঞ্চের আলো থেকে অন্ধকারে মমতাজ

গত ১২ মে মমতাজকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে খুন এবং খুনের চেষ্টা। গ্রেপ্তারের কারণ হিসেবে উল্লেখ করা হয়, তিনি আওয়ামী লীগের সদস্য ছিলেন এবং জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে।

২ দিন আগে