জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

কী বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সে বিষয়ে বিএনপির প্রেস উইং থেকে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে প্রতিক্রিয়া জানানো হতে পারে বিএনপির পক্ষ থেকে।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারের কাছে জমা দেয়। বিএনপির অভিযোগ, মূল জুলাই সনদে যেভাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল, তা সুপারিশে প্রতিফলিত হয়নি।

মঙ্গলবার রাতেই বিএনপির স্থায়ী কমিটি ভার্চুয়ালি বৈঠক করেছিল। সে বৈঠকে বিএনপি নেতারা বলেন, জুলাই সনদের বিভিন্ন প্রস্তাবে তাদের যেসব 'নোট অব ডিসেন্ট' ছিল, সেগুলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় উল্লেখিত তফসিলে বাদ দেওয়া হয়েছে। এ আদেশের খসড়াকে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের জারি করা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার (এলএফও) ও আইয়ুব খান প্রবর্তিত মৌলিক গণতন্ত্রের সঙ্গে তুলনা করেন বিএনপি নেতারা।

এ ঘটনায় বিএনপি ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে। এ ধরনের কার্যক্রমকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সঠিক সময়ে না করার অপচেষ্টা হিসেবে দেখছে দলটি। জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারসহ আরও দুয়েকটি রাজনৈতিক দলকে একই পক্ষ ও নিজেদের প্রতিপক্ষও মনে করছে বিএনপি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সোমবার ইসির সামনে ফের অবস্থান নেবে ছাত্রদল

এর আগে বেলা ১১টায় নির্বাচন কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি’ পালন করতে এসে বসে পড়েন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার হোসেনের সঙ্গে বৈঠক শেষে দিনের কর্মসূচি স্থগিত করা হয়।

১২ ঘণ্টা আগে

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াত নেতারা

প্রতিনিধি দলে রয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক শুরু হওয়া

১২ ঘণ্টা আগে

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব করা হয়েছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব বলেন, পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে, বিদেশে যারা নিবন্ধিত ভোটার তাদের কাছে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং যেভাবে ব্যালট পেপারটি মুদ্রণ করা হয়েছে, সে ক্ষেত্রে আমরা আমাদের অভিযোগ তাদের (নির্বাচন কমিশন) দিয়েছি।

১২ ঘণ্টা আগে

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া ও ব্যারিস্টার র

১৩ ঘণ্টা আগে