
প্রতিবেদক, রাজনীতি ডটকম

সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে বক্তৃতা করতে করতেই মঞ্চে ঢলে পড়েন জামায়াতে ইসালামীর আমির ডা. শফিকুর রহমান। পরে একাধিকবার দাঁড়িয়ে বক্তৃতা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত বসেই বক্তৃতা শেষ করেন তিনি।
শনিবার (১৯ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে জামায়াতের এই মহাসমাবেশ। দলটির আমির বিকেল সোয়া ৫টার দিকে বক্তৃতা শুরু করেন।
শফিকুর রহমান বলেন, ‘একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি হবে দুর্নীতির বিরুদ্ধে।’
এ কথা বলতে বলতেই মঞ্চে বসে পড়েন জামায়াতের আমির। কিছুক্ষণ পর একবার দাঁড়িয়ে বক্তৃতা করার চেষ্টা করে আবারও বসে পড়েন। শেষ পর্যন্ত মঞ্চে বসেই তিনি বক্তৃতা শেষ করেন।
এ সময় মঞ্চে থাকা নেতাদের শফিকুর রহমানকে বাতাস করতে দেখা যায়। একজন ডাক্তারকে তার রক্তচাপ পরিমাপ করতে দেখা যায়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জামায়াত নেতাদের মন্তব্য পায়নি রাজনীতি ডটকম। তবে শেষ পর্যন্ত উঠতে না পারলেও বসে বক্তৃতা শেষ করেন তিনি।
সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাইফুল্লাহ মানসুরের উপস্থাপনায় সাইমুম শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে।

সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে বক্তৃতা করতে করতেই মঞ্চে ঢলে পড়েন জামায়াতে ইসালামীর আমির ডা. শফিকুর রহমান। পরে একাধিকবার দাঁড়িয়ে বক্তৃতা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত বসেই বক্তৃতা শেষ করেন তিনি।
শনিবার (১৯ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে জামায়াতের এই মহাসমাবেশ। দলটির আমির বিকেল সোয়া ৫টার দিকে বক্তৃতা শুরু করেন।
শফিকুর রহমান বলেন, ‘একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি হবে দুর্নীতির বিরুদ্ধে।’
এ কথা বলতে বলতেই মঞ্চে বসে পড়েন জামায়াতের আমির। কিছুক্ষণ পর একবার দাঁড়িয়ে বক্তৃতা করার চেষ্টা করে আবারও বসে পড়েন। শেষ পর্যন্ত মঞ্চে বসেই তিনি বক্তৃতা শেষ করেন।
এ সময় মঞ্চে থাকা নেতাদের শফিকুর রহমানকে বাতাস করতে দেখা যায়। একজন ডাক্তারকে তার রক্তচাপ পরিমাপ করতে দেখা যায়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জামায়াত নেতাদের মন্তব্য পায়নি রাজনীতি ডটকম। তবে শেষ পর্যন্ত উঠতে না পারলেও বসে বক্তৃতা শেষ করেন তিনি।
সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাইফুল্লাহ মানসুরের উপস্থাপনায় সাইমুম শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে।

মির্জা আব্বাস বলেন, বিএনপি ও খালেদা জিয়ার হাতে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ।, সতের বছর পর যখন গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করেছে দেশ তখন একটি দল ষড়যন্ত্র শুরু করছে।
২১ ঘণ্টা আগে
জামায়াত আমির বলেন, অতীতের সরকারগুলো শুধু আশ্বাস দিয়েছে; কিন্তু আমরা কাজে প্রমাণ করতে চাই। তিনি বলেন, আমরা একই ভাষায় কথা বলি, আমরা এক জাতি-সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে।
১ দিন আগে
হাসপাতাল এলাকায় নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানিয়ে রিজভী বলেন, নেত্রীর প্রতি শ্রদ্ধা ও আবেগ সে কারণে তারা (নেতাকর্মীরা) যাচ্ছেন। কিন্তু ভিড় করতে গিয়ে অন্যান্য রোগীদের চিকিৎসায় বিঘ্ন ঘটানো যাবো না। যারা ভিড় করছেন, অবস্থান করছেন তাদের ভিড়ের কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন হচ্ছে। আপনাদের
১ দিন আগে
নেতা-কর্মীদের উদ্দেশে সারজিস আলম এ সময় বলেন, "আমরা কারো সঙ্গে বিবাদে জড়াবো না। তবে কেউ যদি উস্কানি দেয় বা সংঘাতের সৃষ্টি করতে আসে, আমরা তাদের ছাড়ও দেবো না।"
১ দিন আগে