দলীয় মনোনয়ন, তবু স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৯: ৫৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। দলীয় মনোনয়ন পাওয়া সত্ত্বেও তিনি দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, বরং স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তাসনিম জারা নিজেই এ সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, বাস্তবিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মানুষের পাশে থাকার অঙ্গীকার এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তা রক্ষার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি।

এদিকে তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পরে এনসিপি থেকেও তিনি পদত্যাগ করেছেন বলে রাজনীতি ডটকমকে নিশ্চিত করেছেন দলটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক।

এতদিন তাসনিম জারা তার দলের প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে এলাকায় প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে সম্প্রতি জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটবদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও গুঞ্জন শুরু হয়। এ নিয়ে দলের ভেতরে ও বাইরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। মূলত জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার খবর আসার পরপরই তাসনিম জারা দলীয় পরিচয় সরিয়ে স্বতন্ত্রভাবে লড়ার এই ঘোষণা দিলেন, যা তার পূর্ববর্তী রাজনৈতিক অবস্থানের একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

ফেসবুক পোস্টে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তাসনিম জারা। তিনি বলেন, দলীয় প্রার্থী না হওয়ায় তার কোনো সুসংগঠিত কর্মী বাহিনী কিংবা রাজনৈতিক সুরক্ষা থাকবে না। তবুও খিলগাঁও, সবুজবাগ ও মুগদার বাসিন্দাদের ওপর আস্থা রেখে তিনি লেখেন, ‘আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো।’

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিলের জন্য ঢাকা-৯ আসনের অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংগ্রহের আইনি বাধ্যবাধকতার কথাও উল্লেখ করেন তাসনিম জারা। এই স্বাক্ষর সংগ্রহের কাজকে ‘প্রায় অসম্ভব’ উল্লেখ করে তিনি এলাকাবাসীর কাছে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা চেয়েছেন।

এ ছাড়া তিনি জানান, যারা আগে তার নির্বাচনি তহবিলে আর্থিক সহায়তা দিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে চাইলে তাদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। খিলগাঁওয়ে নিজের বেড়ে ওঠার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারত বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে : দুলু

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জাসাস নাটোর জেলা শাখার আহ্বায়ক মেহেদি হাসান, সদস্যসচিব আব্দুল খালেকসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৫ ঘণ্টা আগে

মনোনয়নবঞ্চিত হলেন বিএনপির যেসব হেভিওয়েট নেতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। তালিকাটি পর্যালোচনায় দেখা গেছে, দলের বেশ কয়েকজন পরিচিত ও হেভিওয়েট নেতার নাম এতে অন্তর্ভুক্ত হয়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

৬ ঘণ্টা আগে

পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

পিলখানা ট্র্যাজেডিতে শহিদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

৭ ঘণ্টা আগে

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

৮ ঘণ্টা আগে