দলীয় মনোনয়ন, তবু স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৯: ৫৬
তাসনিম জারা। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। দলীয় মনোনয়ন পাওয়া সত্ত্বেও তিনি দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, বরং স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তাসনিম জারা নিজেই এ সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, বাস্তবিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মানুষের পাশে থাকার অঙ্গীকার এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তা রক্ষার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি।

এদিকে তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পরে এনসিপি থেকেও তিনি পদত্যাগ করেছেন বলে রাজনীতি ডটকমকে নিশ্চিত করেছেন দলটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক।

এতদিন তাসনিম জারা তার দলের প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে এলাকায় প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে সম্প্রতি জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটবদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও গুঞ্জন শুরু হয়। এ নিয়ে দলের ভেতরে ও বাইরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। মূলত জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার খবর আসার পরপরই তাসনিম জারা দলীয় পরিচয় সরিয়ে স্বতন্ত্রভাবে লড়ার এই ঘোষণা দিলেন, যা তার পূর্ববর্তী রাজনৈতিক অবস্থানের একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

ফেসবুক পোস্টে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তাসনিম জারা। তিনি বলেন, দলীয় প্রার্থী না হওয়ায় তার কোনো সুসংগঠিত কর্মী বাহিনী কিংবা রাজনৈতিক সুরক্ষা থাকবে না। তবুও খিলগাঁও, সবুজবাগ ও মুগদার বাসিন্দাদের ওপর আস্থা রেখে তিনি লেখেন, ‘আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো।’

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিলের জন্য ঢাকা-৯ আসনের অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংগ্রহের আইনি বাধ্যবাধকতার কথাও উল্লেখ করেন তাসনিম জারা। এই স্বাক্ষর সংগ্রহের কাজকে ‘প্রায় অসম্ভব’ উল্লেখ করে তিনি এলাকাবাসীর কাছে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা চেয়েছেন।

এ ছাড়া তিনি জানান, যারা আগে তার নির্বাচনি তহবিলে আর্থিক সহায়তা দিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে চাইলে তাদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। খিলগাঁওয়ে নিজের বেড়ে ওঠার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ইসির নির্দেশ মেনে সবাইকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আয়োজিত গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠি

৪ ঘণ্টা আগে

তিন নেতা ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করবে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন নেতা এ কে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজার এবং শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

৪ ঘণ্টা আগে

শুধু ভাইদের নয়, মা-বোনদের গায়েও হামলা করেছে বিএনপির লোকেরা

জামায়াত আমির বলেন, ‘তারা গতকাল শুধু ভাইদের গায়ে নয়, আমাদের মা বোনদের গায়েও হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? তাদের ঘরে কি মা-বোন নেই? আমরা আর এ ধরনের নোংরা অবস্থা দেখতে চাই না।’

৫ ঘণ্টা আগে

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন তারেক রহমান: নাসীরুদ্দীন

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারেক রহমান কড়াইলের বস্তিতে ফ্ল্যাট করার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা তিনি করতে পারেন না। নির্বাচন কমিশন এ বিষয়ে নিশ্চুপ, কেউ কথা বলছে না। তাহলে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করবে? তারেক রহমানের ক্ষেত্রে এক নীতি, অন্যদের ক্ষেত্রে আরেক নীতি।’

৫ ঘণ্টা আগে