ওসমান হাদির শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে: সালাহউদ্দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১৫: ২৩
শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

শরিফ ওসমান হাদির মৃত্যুর শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আমাদের ওসমান হাদির শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে। আবেগকে শক্তিতে পরিণত করতে হবে। শান্তিপূর্ণভাবে আমাদের সব কার্যক্রম পরিচালনা করতে হবে।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা শেষে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ওসমান হাদী গণতন্ত্রের জন্য লড়াই করেছে। গণতান্ত্রিক উত্তরণের জন্য লড়াই করেছে। মানুষের অধিকারের জন্য কথা বলেছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য কথা বলেছে।

ওসমান হাদির প্রতি সম্মান জানাতে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, ‘দেশি-বিদেশি চক্র, যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এ দেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, কণ্টকাকীর্ণ করতে চায়; গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে তাদের আমরা সমুচিত জবাব দেবো। তাহলেই শহিদ ওসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারব।

সবাইকে সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এই মুহূর্তে আমাদের প্রত্যাশা, আমরা যেন শান্তিপূর্ণভাবে শহিদ ওসমান হাদির দাফন প্রক্রিয়া সম্পন্ন করতে পারি। তারপর থেকে সারা জাতির প্রতি আমাদের আহ্বান থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, আমরা যেন সুশৃঙ্খল থাকি। কোনো ধরনের কোনো উসকানিতে যেন আমরা পা না দেই।

এর আগে দুপুর আড়াইটার দিকে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান তার বড় ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দিক। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় তার জানাজায় অংশ নিতে জড়ো হয় লাখো মানুষ।

জানাজা শেষে ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে।

প্রধান উপদেষ্টার বক্তবের পরই ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান তার বড় ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দিক। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় তার জানাজায় অংশ নিতে জড়ো হয় লাখো মানুষ।

জানাজা শেষে ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা

লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ডা. জুবাইদা রহমান।

১৬ ঘণ্টা আগে

নৈরাজ্য প্রতিরোধে রাজনৈতিক ঐক্যের ডাক ফখরুলের

এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নৈরাজ্য প্রতিরোধ করতে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।’

১ দিন আগে

ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি ছাত্রদলের

স্মারকলিপিতে ছাত্রদল নেতারা বলেন, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। দ্রুত এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে শহিদ ওসমান বিন হাদির আত্মত্যাগের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শিত হবে এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

১ দিন আগে

জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

কর্মসূচির মধ্যে রয়েছে— শনিবার (২০ ডিসেম্বর) ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দেশের জেলা/মহানগরী শাখায় দোয়া অনুষ্ঠান করা। এছাড়াও রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানী ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে দোয়া অনুষ্ঠান।

১ দিন আগে