'আয়নাঘর' ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে তোলা 'আয়নাঘর' তথা গোপন বন্দিশালা ও টর্চার সেল ঘুরে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (১২ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা।

এ সময় তার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; উপদেষ্টা মাহফুজ আলম; তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম; এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ও সাংবাদিকরাও পরিদর্শনে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন। গোপন বন্দিশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় গড়ে তোলা হয়েছিল।