খুলনা ব্যুরো
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদল। মাহবুবুর খুলনার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে থাকা অবস্থায় তার একটি ছবি ভাইরাল হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।
যুবদলের যেকোনো পর্যায়ের নেতাকর্মীদের মাহবুবুরের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দিয়েছে যুবদল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে কুয়েটে ছাত্রদলের ফরম বিতরণ ও ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটে। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত অর্ধশত শিক্ষার্থী। তাদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই সংঘর্ষের সময় বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র হাতে দেখা যায়। এর মধ্যে হাফ হাতা শার্ট ও মুখে গামছা জড়িয়ে রামদা হাতে অবস্থান নেওয়া একজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। স্থানীয়রা জানান, তিনি যুবদল নেতা মাহবুবুর রহমান।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদল। মাহবুবুর খুলনার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে থাকা অবস্থায় তার একটি ছবি ভাইরাল হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।
যুবদলের যেকোনো পর্যায়ের নেতাকর্মীদের মাহবুবুরের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দিয়েছে যুবদল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে কুয়েটে ছাত্রদলের ফরম বিতরণ ও ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটে। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত অর্ধশত শিক্ষার্থী। তাদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই সংঘর্ষের সময় বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র হাতে দেখা যায়। এর মধ্যে হাফ হাতা শার্ট ও মুখে গামছা জড়িয়ে রামদা হাতে অবস্থান নেওয়া একজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। স্থানীয়রা জানান, তিনি যুবদল নেতা মাহবুবুর রহমান।
সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে জনগণ একে অপরের ধর্মীয় ও সামাজিক উৎসবে অংশ নেয়- এটাই বাংলাদেশি জাতির ঐতিহ্য।’ তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এই ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘এর মধ্যেই নিহিত রয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন।’
১ দিন আগেবৈঠক শেষে পাটওয়ারী বলেন, তারা (ইসি) যেহেতু ব্যাখ্যা দিতে পারেনি, এখন আমরা প্রতীক প্রশ্নে নেই। আমরা মনে করেছি প্রতীক প্রশ্নে তাদের ওপর অন্য কিছু বিরাজ করছে। অথবা প্রতীক সামনে রেখে অন্য কোনো ষড়যন্ত্র করছে। আমরা মনে করি এই মাসের মধ্যেই এটা জাতির সামনে স্পষ্ট হবে।
১ দিন আগেঅন্তর্বর্তীকালীন সরকারের যেসব কাজের সমালোচনা করার আছে, আমরা তা করব। তবে তাদের ভালো দিকও তুলে ধরব। আমরা চাই না সরকার ব্যর্থ হোক, বরং দায়িত্বশীলভাবে দেশ পরিচালনা করুক। কেউ যদি দুর্নীতি বা অপরাধে জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’
১ দিন আগেতারেক রহমান বলেন, ‘গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয়; এটি মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করার নাম। শহীদ জেহাদের আত্মত্যাগ আমাদেরকে প্রেরণা দিতে হবে দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে এবং গণতন্ত্রকে দৃঢ় ভিত্তিতে পুনঃপ্রতিষ্ঠা করতে।’
১ দিন আগে