আ.লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ২১

জুলাই-আগস্ট অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেছেন, সরকার কোনোভাবেই আওয়ামী লীগের দোসরদের সফল হতে দেবে না। দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নিজ বাসায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যেভাবে হোক, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করব। দিনে-রাতে যেখানে প্রয়োজন হবে, আমাদের বাহিনী সেখানে যাবে এবং এসব প্রতিহত করবে। আওয়ামী দোসর যারা এসব কাজ করছে, তাদের আমি ঘুম হারাম করে দেবো।

উপদেষ্টা আরও বলেন, আমার বাহিনীকে নির্দেশনা দিয়েছি, তারা টহল আরও বাড়াবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো অপরাধ না ঘটে, সেজন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আইনশৃঙ্খলা বাহিনী নির্দেশনা অনুসরণ করতে না পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, তারা ভালোভাবে কার্যকর করতে না পারলে তাদের বিরুদ্ধেও আমি অ্যাকশন নেব। তাই আপনারা (সাংবাদিকদের উদ্দেশে) দেশবাসীকে আশ্বস্ত করবেন, দিনে দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এদিকে সারা দেশে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ হয়েছে। রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে তরুণদের অপরাধীকরণ আদালত পর্যন্ত গড়াবে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো এখনো পুরনো ক্ষমতাকেন্দ্রিক গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদ বাস্তবায়িত না হলে তরুণদের ‘ক্রিমিনালাইজেশন’ কেবল বক্তব্যে সীমাবদ্ধ থাকবে না, তা আদালত পর্যন্ত গড়াব

২১ ঘণ্টা আগে

প্রধান উপদেষ্টা আহ্বান জানালে যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন

তিনি বলেন, ‘সেটা এনসিপি হোক, জামায়াত হোক বা অন্যান্য পার্টি হোক। সবার সাথে আমরা গণতান্ত্রিক কালচার (সংস্কৃতি) হিসেবে রাজনৈতিক যোগাযোগ এবং আলাপ–আলোচনা, সম্পর্ক রাখব। কিন্তু কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে দিয়ে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি, সেটা বোধ হয় সঠিক হচ্ছে না।

১ দিন আগে

জামায়াত মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায়: হেফাজত আমির

হেফাজত আমির তার বক্তৃতায় আরও বলেন, মওদুদির ফেতনা কাদিয়ানিদের ফেতনা থেকেও ভয়ংকর। কারণ, কাদিয়ানিজম হলো- ইসলামের বাইরের ফেতনা। যা সবাই সহজে চিনতে পারে, কিন্তু মওদুদিজম হলো- ইসলামের ঘরের ফেতনা। যে ফেতনার ভয়াবহতা সবাই ধরতে পারে না।

১ দিন আগে

নির্বাচনের আগে সংস্কার ও গণভোট ইস্যুতে ঝামেলা হতে পারে : সেলিমা রহমান

নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় আলোচনাসভায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, সহ-সাংগঠিনক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপি নেত্রী অ্যাডভো

১ দিন আগে