top ad image
top ad image
home iconarrow iconঘরের রাজনীতি

আ.লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আ.লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই-আগস্ট অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেছেন, সরকার কোনোভাবেই আওয়ামী লীগের দোসরদের সফল হতে দেবে না। দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নিজ বাসায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যেভাবে হোক, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করব। দিনে-রাতে যেখানে প্রয়োজন হবে, আমাদের বাহিনী সেখানে যাবে এবং এসব প্রতিহত করবে। আওয়ামী দোসর যারা এসব কাজ করছে, তাদের আমি ঘুম হারাম করে দেবো।

উপদেষ্টা আরও বলেন, আমার বাহিনীকে নির্দেশনা দিয়েছি, তারা টহল আরও বাড়াবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো অপরাধ না ঘটে, সেজন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আইনশৃঙ্খলা বাহিনী নির্দেশনা অনুসরণ করতে না পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, তারা ভালোভাবে কার্যকর করতে না পারলে তাদের বিরুদ্ধেও আমি অ্যাকশন নেব। তাই আপনারা (সাংবাদিকদের উদ্দেশে) দেশবাসীকে আশ্বস্ত করবেন, দিনে দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এদিকে সারা দেশে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ হয়েছে। রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

r1 ad
r1 ad
top ad image