শাহবাগে নেতাকর্মীদের ঢল, শুরুর অপেক্ষায় ছাত্রদলের সমাবেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৪: ২৫
সমাবেশ ঘিরে রোববার দুপুরের আগেই শাহবাগে জড়ো হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: ফোকাস বাংলা

সমাবেশে যোগ দিতে রাজধানীর শাহবাগে জড়ো হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এরই মধ্যে সমাবেশস্থল সংগঠনটির নেতাকর্মীদের উপস্থিতিতে ভরপুর হয়ে উঠেছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করছে ছাত্রদল। রোববার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর কথা রয়েছে।

এ সমাবেশে যোগ দিতে আগেই সারা দেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল। ছাত্রদল জানিয়েছিল, ছাত্রদলের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশে পরিণত করতে চায় তারা।

সরেজমিনে দেখা যায়, সমাবেশের জন্য শাহবাগ মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চের কাজ শেষ হলেও সৌন্দর্যবর্ধনের কাজ অবশ্য রোববার দুপুর ১২টার দিকেও চলছিল। এর মধ্যেই দেশের প্রান্ত থেকে জড়ো হওয়া নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে শাহবাগ মোড় ঘিরে। চারপাশ থেকেই খণ্ড খণ্ড মিছিল এসে মিলিত হচ্ছিল সেখানে।

শাহবাগ মোড়ে থেমে থেমে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে। কারও কারও হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে। অনেকে এদিক সেদিক ঘোরাফেরা করছেন। শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ থাকায় রাস্তায় অনেকে বসে পড়েছেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, শাহবাগে আজ ছাত্রদলের ঐতিহাসিক ছাত্রসমাবেশ হবে। শাহবাগে অতীতে যত রাজনৈতিক ও ছাত্রসমাবেশ হয়েছে, সবচেয়ে বড় ছাত্রসমাবেশ ছাত্রদল আজ উপহার দেবে।

Chatradol Pre-Program Photo At Shahbag  03-08-2025 (1)

শাহবাগে আগস্ট বর্ষপূর্তির সমাবেশকে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশে পরিণত করতে সব প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছে ছাত্রদল। ছবি: ফোকাস বাংলা

তিনি বলেন, আজকের সমাবেশ অত্যান্ত গুরুত্বপূর্ণ। কারণ, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে গত ১৭ বছর ব্যহত করা হয়েছিল। তরুণরা নিজেদের জীবনের বিনিময়ে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। সেই তরুণদের ঐকবদ্ধ অংশগ্রহণে মাধ্যমে আজকে সমাবেশ সফল করব। লক্ষাধিক নেতাকর্মী সমাবেশ যোগ দেবেন।

পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের বড় একটি অংশও এ সমাবেশে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন নাছির। তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদল ইতিবাচক রাজনীতির মাইলফলক তৈরি করেছে।

ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশের প্রধান বক্তা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সভাপতিত্ব করবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

এদিকে কেন্দ্রীয় শহিদ মিনারে বিকেলে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বছরের এ দিনে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের ১ দফা ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। দিনটি স্মরণ করতে এ সমাবেশ করছে ছাত্রদল ও এনসিপি।

সমাবেশ ঘিরে শাহবাগ, শহিদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় প্রচুর জনসমাগম ঘটবে। ফলে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল সম্ভব হবে না বলে এক বিজ্ঞপ্তিতে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মহানগরবাসীকে শাহবাগ এড়িয়ে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে: খসরু

আমীর খসরু বলেন, যারা পিআর পদ্ধতির পক্ষে তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে আগামীর বাংলাদেশে কী হবে- তা ঠিক করতে মানুষ দায়িত্ব দেয় নাই। তাই সনদেরও ম্যান্ডেট লাগবে।

২১ ঘণ্টা আগে

কন্যাশিশুর স্বপ্নের পাশে রাষ্ট্রকে অংশীদার হতে হবে: তারেক রহমান

একজন কন্যাসন্তানের বাবা হিসেবে আমি জানি মেয়েদের ক্ষমতায়ন কোনো নীতি নয়, এটি ব্যক্তিগত দায়িত্ব ও অঙ্গীকার। বাংলাদেশের জন্য আমাদের স্বপ্ন হলো যেখানে প্রতিটি মেয়ের জন্য একই স্বাধীনতা, সুযোগ এবং নিরাপত্তা থাকবে, যা যেকোনো বাবা-মা তাদের সন্তানের জন্য কামনা করেন।

১ দিন আগে

তৃণমূলে বিএনপি-জামায়াত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে

বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনে চলে এসেছে বিএনপিরই একসময়ের মিত্র জামায়াতে ইসলামী। দলটি নির্বাচনের প্রার্থী নির্দিষ্ট করে প্রস্তুতি শুরু করেছে আরও প্রায় বছরখানেক আগে।

১ দিন আগে

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হচ্ছে না : মিয়া গোলাম পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হচ্ছে না। পুলিশ থেকে শুরু করে আমলা পর্যন্ত অনেককেই দেখা যাচ্ছে, বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এগুলো পরিহার করে নির্বাচনের মাঠকে সমান ও সমতল করতে হবে।

২ দিন আগে