
জবি প্রতিনিধি

কলেজ থাকাকালীন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ১৪ বার। কিন্তু বিশ্ববিদ্যালয় হওয়ার পর শিক্ষার্থীরা ২০ বছরেও সুযোগ পাননি ছাত্র সংসদ প্রতিনিধি নির্বাচনের। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী (জকসু) সংসদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়েছে জকসু নির্বাচনের ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ৩টা পর্যন্ত। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।
গত ৩০ ডিসেম্বর এ নির্বাচন হওয়ার কথা ছিল। সেদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভোট এক সপ্তাহ পিছিয়ে যায়।
এই নির্বাচনের মাধ্যমে সাড়ে ১৬ হাজার ৬৪৫ শিক্ষার্থীর ভোটে এক বছরের জন্য কেন্দ্রীয় সংসদ গঠিত হবে। জকসুর ২১টি পড়ে জয় পেতে চারটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, ভোট গ্রহণ শেষে ছয়টি ওএমআর মেশিনে ভোট গণণা সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে সকাল ৮টায় র্যাবের তত্ত্বাবধানে ডগ স্কোয়াড সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ে তল্লাশি চালায়। ক্যাম্পাসের ভেতরে পুলিশ সদস্যদের পাশাপাশি এক প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। মূল ফটকের বাইরে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
ভিক্টোরিয়া পার্কে ডিএমপি কন্ট্রোল রুম বসিয়ে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে বিশ্ববিদ্যালয়ের চারপাশ ও আশপাশের এলাকা।
এছাড়া স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যায়ের রোভার স্কাউট ও বিএনসিসির ৮০ জন করে মোট ১৬০ জন এবং রেঞ্জার ইউনিটের ৪০ জন।

কলেজ থাকাকালীন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ১৪ বার। কিন্তু বিশ্ববিদ্যালয় হওয়ার পর শিক্ষার্থীরা ২০ বছরেও সুযোগ পাননি ছাত্র সংসদ প্রতিনিধি নির্বাচনের। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী (জকসু) সংসদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়েছে জকসু নির্বাচনের ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ৩টা পর্যন্ত। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।
গত ৩০ ডিসেম্বর এ নির্বাচন হওয়ার কথা ছিল। সেদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভোট এক সপ্তাহ পিছিয়ে যায়।
এই নির্বাচনের মাধ্যমে সাড়ে ১৬ হাজার ৬৪৫ শিক্ষার্থীর ভোটে এক বছরের জন্য কেন্দ্রীয় সংসদ গঠিত হবে। জকসুর ২১টি পড়ে জয় পেতে চারটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, ভোট গ্রহণ শেষে ছয়টি ওএমআর মেশিনে ভোট গণণা সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে সকাল ৮টায় র্যাবের তত্ত্বাবধানে ডগ স্কোয়াড সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ে তল্লাশি চালায়। ক্যাম্পাসের ভেতরে পুলিশ সদস্যদের পাশাপাশি এক প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। মূল ফটকের বাইরে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
ভিক্টোরিয়া পার্কে ডিএমপি কন্ট্রোল রুম বসিয়ে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে বিশ্ববিদ্যালয়ের চারপাশ ও আশপাশের এলাকা।
এছাড়া স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যায়ের রোভার স্কাউট ও বিএনসিসির ৮০ জন করে মোট ১৬০ জন এবং রেঞ্জার ইউনিটের ৪০ জন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিহতের স্ত্রী বাদী হয়ে ৩-৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে এই মামলা করেন।
১৪ ঘণ্টা আগে
ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী মো. রিয়াজুল ইসলাম পাঁচ হাজার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্রঅধিকার পরিষদ-সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন চার হাজার ৬৮৮ ভোট।
১ দিন আগে
ফলাফলে দেখা যায়, ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম চার হাজার ৪৩২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদল ও ছাত্রঅধিকার পরিষদ-সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন তিন হাজার ৭৭৭ ভোট। সে হিসাবে রাকিবের চেয়ে ৬৫৫ ভোটে এগিয়ে আছেন রিয়াজুল।
১ দিন আগে
বাস্তবতা হলো, এই ১৬ লক্ষ টাকার মধ্যে প্রায় ১১ লক্ষ টাকাই উপদেষ্টা হিসেবে প্রাপ্ত বেতন-ভাতা, যা ব্যাংক চ্যানেলের মাধ্যমে পরিশোধিত, আয়করযোগ্য এবং সম্পূর্ণভাবে নথিভুক্ত। বাকি অংশ এসেছে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কনসালটেন্ট (পরামর্শক) হিসেবে বৈধ পেশাগত কাজের সম্মানী থেকে, যা
১ দিন আগে