রাবিতে বাম নেতাদের মশাল মিছিলে শিবিরের হামলার অভিযোগ

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে হামলার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ মে) রাত আটটার পর ক্যাম্পাসের পরিবহন মার্কেট ও প্যারিস রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে বামপন্থী ছাত্র সংগঠনের চার নেতা ও একজন সাংবাদিক আহত হয়েছেন।

আহতরা হলেন— ছাত্রগণমঞ্চের সভাপতি নাসিম সরকার, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের তারেক আশরাফ, ছাত্র ইউনিয়নের কাইসার আহমেদ ও আহমেদ ইমতিয়াজ সৈকত এবং সাংবাদিক নোমান ইমতিয়াজ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার প্রতিবাদে ছাত্র জোট মশাল মিছিলের আয়োজন করে। একই সময়ে শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে শিবিরের মিছিলও হয়। পরিবহন মার্কেটে প্রথম দফা ও পরে প্যারিস রোডে দ্বিতীয় দফায় দুই পক্ষ মুখোমুখি হয়। এ সময় ইটপাটকেল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘মিছিলে প্রায় সবাই আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মোজাহিদ ফয়সাল বলেন, ‘এটি তাদের আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। তবে শাহবাগ বিরোধী ঐক্যের অংশ হিসেবে তাদের কর্মীরা মিছিলে যোগ দেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, উভয়পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনের আগে গণভোটের দাবিতে অনড় ৮ দল, নতুন কর্মসূচি ঘোষণা

ঘোষিত কর্মসূচি অনুসারে—৩০ নভেম্বরের সমাবেশ হবে রংপুরে। ১ ডিসেম্বরের সমাবেশ হবে রাজশাহীতে। এই ধারাবাহিকতায় ২ ডিসেম্বর খুলনায়, ৩ ডিসেম্বর বরিশালে, ৪ ডিসেম্বর ময়মনসিংহে, ৫ ডিসেম্বর সিলেটে ও ৬ ডিসেম্বর চট্টগ্রামে অন্য সমাবেশগুলো অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

১ দিন আগে

১৪ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান মুকুল, সাবেক সদস্য শওকত হাসেম শকু, ২০ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও মহানগর বিএনপি’র সাবেক সদস্য মো. গোলাম নবী মুরাদের

১ দিন আগে

নির্বাচন বানচাল করতে ভারতে বসে ষড়যন্ত্র করছে : আমানউল্লাহ আমান

তিনি বলেন, ‘আজকে যারা ফ্যাসিস্ট, যারা খুনি তাদের বিচার শুরু হয়েছে। আপনারা দেখেছেন তারা কিভাবে চৌধুরী আলম, ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করেছে, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। এসব হত্যার বিচার সঠিক সময়ে হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে সেদিনকার অবৈধ প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রী

১ দিন আগে

ইসির আচরণবিধি নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে প্রণীত আচরণবিধির কয়েকটি দিক নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিনিধি শিশির মনির।

১ দিন আগে