'আয়নাঘর' ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা\n
প্রধান উপদেষ্টা বলেন, আয়নাঘরের নৃশংসতার কথা যত শুনি, অবিশ্বাস্য লাগে। এটা কি আমাদেরই জগত, আমাদের সমাজ? যারা নিগৃহীত হয়েছে, যারা নৃশংসতার শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখ থেকে শুনলাম কীভাবে এখানে নির্যাতন করা হয়েছে।
ড. ইউনূস বলেন, বিনা কারণে রাস্তা থেকে তুলে নিয়ে আসা হতো। বিনা দোষে কতগুলো সাক্ষী হাজির করে তাদের বানিয়ে দেওয়া হতো জঙ্গি। এ রকম টর্চার সেল দেশ জুড়ে আছে বলেও আজকে শুনলাম।
আয়নাঘর তথা সরকারের এ রকম গোপন বন্দিশালা ও টর্চার সেলে ভুক্তভোগীর সংখ্যা কত ছিল— এ প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। ভুক্তভোগীর সংখ্যা আমার জানামতে প্রায় সাড়ে ১৭ শ। অজানা কত, সেটা তো আর জানি না। কেউ কেউ বলছেন এটা তিন হাজারেরও বেশি হতে পারে।
আয়নাঘর পরিদর্শনে গিয়ে ভুক্তভোগীদের কথা শোনেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
দেশের বিভিন্ন স্থানে আরও আয়নাঘর আছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আজ শুনলাম আয়নাঘরের বিভিন্ন ভার্সন দেশ জুড়ে আছে। কেউ বলছে ৭০০টি, কেউ বলছে ৮০০টি আয়নাঘর আছে। এই সংখ্যাও নিরূপণ করা যায় না।
যেকোনো স্থানে আয়নাঘরের সন্ধান পেলেই সিলগালা করে দেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টা। এসব নির্যাতন-নিপীড়নের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।
এর আগে সকাল ১১টার দিকে বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফরের (ডিজিএফআই) যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব-২-এর সিপিসি-৩ এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেন প্রধান উপদেষ্টাসহ অন্যরা।