প্রতিবেদক, রাজনীতি ডটকম
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দলের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে, কেউ যেন হাসপাতালে ভিড় না করেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে নুরুল হক নুরের ফেসবুক পেজ থেকে এক অ্যাডমিন পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হওয়ায় ডাক্তার এই মুহূর্তে তাকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখতে বলেছেন। হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে সে পরিবেশ ব্যাহত হচ্ছে।
পোস্টে সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, দয়া করে হাসপাতালে ভিড় না করে যার যার অবস্থান থেকে আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করুন।
এর আগে গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। রাত সাড়ে ৮টার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষের সময় দুই দলের নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী।
ওই সময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন নুর। সেখানে তিনি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের বেধড়ক লাঠিচার্জের শিকার হন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় নুরকে। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এখন চিকিৎসাধীন তিনি।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দলের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে, কেউ যেন হাসপাতালে ভিড় না করেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে নুরুল হক নুরের ফেসবুক পেজ থেকে এক অ্যাডমিন পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হওয়ায় ডাক্তার এই মুহূর্তে তাকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখতে বলেছেন। হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে সে পরিবেশ ব্যাহত হচ্ছে।
পোস্টে সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, দয়া করে হাসপাতালে ভিড় না করে যার যার অবস্থান থেকে আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করুন।
এর আগে গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। রাত সাড়ে ৮টার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষের সময় দুই দলের নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী।
ওই সময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন নুর। সেখানে তিনি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের বেধড়ক লাঠিচার্জের শিকার হন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় নুরকে। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এখন চিকিৎসাধীন তিনি।
বিএনপি সবসময় গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার পক্ষে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা আশা করি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া চলমান থাকবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এর বাইরে কোনো সুযোগ নেই। ”
১ দিন আগে