
প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি জোটের আলোচনা চলছে দীর্ঘদিন ধরেই। মাঝে সে আলোচনা স্তিমিত হয়ে এলেও ভোট কাছে চলে আসায় সে আলোচনা নতুন করে গতি পেয়েছে। খবর মিলেছে, জামায়াতের সঙ্গে এনসিপির জোট চূড়ান্ত, ৩০ আসনে তাদের মধ্যে সমঝোতা হয়েছে।
দুই দলের এই জোট নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। তার একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়েছে।
আব্দুল কাদের এনসিপি-জামায়াতের জোটবদ্ধ হওয়াকে ‘তারুণ্যের রাজনীতির কবর’ বলে অভিহিত করেছেন। দাবি করেছেন, সারা দেশে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যেই এই আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।
সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে উল্লেখ করে আব্দুল কাদের বলেন, ‘এরই মধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে।’
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেওয়া পোস্টে জোটের ভেতরে আসন ভাগাভাগি ও আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে আব্দুল কাদের তার পোস্টে নানা তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এনসিপি প্রাথমিকভাবে ৫০টি আসন দাবি করলেও দীর্ঘ দরকষাকষি শেষে ৩০টি আসনে সমঝোতা চূড়ান্ত হয়েছে।
আব্দুল কাদেরের দেওয়া তথ্য, জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০টি আসনে কোনো প্রার্থী দিতে পারবে না এবং সেসব আসনে তারা জামায়াতকে সর্বাত্মক সহযোগিতা করবে।
জামায়াতের পক্ষ থেকে প্রতিটি আসনের বিপরীতে এনসিপিকে দেড় কোটি টাকা করে নির্বাচনি খরচ দেওয়া হবে বলেও দাবি করেন আব্দুল কাদের। বলেন, সমঝোতার ৩০ আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে।
আব্দুল কাদেরের পোস্ট অনুযায়ী, নাসীরউদ্দীন পাটওয়ারী ও জামায়াতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মিলে প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন।
পোস্টে সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়েও গুরুতর অভিযোগ উত্থাপন করেন আব্দুল কাদের। তিনি দাবি করেন, ছোটন গংদের সঙ্গে নাহিদ ইসলামের একটি সমঝোতা হয়েছে, যেখানে পশ্চিমা বিশ্বের চাওয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আব্দুল কাদেরের ভাষ্য, পশ্চিমারা জামায়াতকে সরাসরি রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চায় না বিধায় সমঝোতা অনুযায়ী নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন, আর বিরোধী দলে গেলে তিনি বিরোধী দলীয় নেতার ভূমিকা পালন করবেন।
বিপ্লব পরবর্তী সময়ে তরুণদের ত্যাগের কথা স্মরণ করে আব্দুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, এত এত তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখেছিল। নাহিদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটিচাপা দিয়ে এসেছেন!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি জোটের আলোচনা চলছে দীর্ঘদিন ধরেই। মাঝে সে আলোচনা স্তিমিত হয়ে এলেও ভোট কাছে চলে আসায় সে আলোচনা নতুন করে গতি পেয়েছে। খবর মিলেছে, জামায়াতের সঙ্গে এনসিপির জোট চূড়ান্ত, ৩০ আসনে তাদের মধ্যে সমঝোতা হয়েছে।
দুই দলের এই জোট নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। তার একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়েছে।
আব্দুল কাদের এনসিপি-জামায়াতের জোটবদ্ধ হওয়াকে ‘তারুণ্যের রাজনীতির কবর’ বলে অভিহিত করেছেন। দাবি করেছেন, সারা দেশে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যেই এই আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।
সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে উল্লেখ করে আব্দুল কাদের বলেন, ‘এরই মধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে।’
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেওয়া পোস্টে জোটের ভেতরে আসন ভাগাভাগি ও আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে আব্দুল কাদের তার পোস্টে নানা তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এনসিপি প্রাথমিকভাবে ৫০টি আসন দাবি করলেও দীর্ঘ দরকষাকষি শেষে ৩০টি আসনে সমঝোতা চূড়ান্ত হয়েছে।
আব্দুল কাদেরের দেওয়া তথ্য, জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০টি আসনে কোনো প্রার্থী দিতে পারবে না এবং সেসব আসনে তারা জামায়াতকে সর্বাত্মক সহযোগিতা করবে।
জামায়াতের পক্ষ থেকে প্রতিটি আসনের বিপরীতে এনসিপিকে দেড় কোটি টাকা করে নির্বাচনি খরচ দেওয়া হবে বলেও দাবি করেন আব্দুল কাদের। বলেন, সমঝোতার ৩০ আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে।
আব্দুল কাদেরের পোস্ট অনুযায়ী, নাসীরউদ্দীন পাটওয়ারী ও জামায়াতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মিলে প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন।
পোস্টে সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়েও গুরুতর অভিযোগ উত্থাপন করেন আব্দুল কাদের। তিনি দাবি করেন, ছোটন গংদের সঙ্গে নাহিদ ইসলামের একটি সমঝোতা হয়েছে, যেখানে পশ্চিমা বিশ্বের চাওয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আব্দুল কাদেরের ভাষ্য, পশ্চিমারা জামায়াতকে সরাসরি রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চায় না বিধায় সমঝোতা অনুযায়ী নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন, আর বিরোধী দলে গেলে তিনি বিরোধী দলীয় নেতার ভূমিকা পালন করবেন।
বিপ্লব পরবর্তী সময়ে তরুণদের ত্যাগের কথা স্মরণ করে আব্দুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, এত এত তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখেছিল। নাহিদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটিচাপা দিয়ে এসেছেন!

জুলাই চেতনায় আধিপত্যবাদবিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক জোট জাতীয় মুসলিম জোট। জোটভুক্ত দলগুলো হলো— বাংলাদেশ মুসলিম লীগ, গণমুক্তি জোট, নাগরিক অধিকার পার্টি, বাংলাদেশ মুসলিম সমাজ, বাংলাদেশ জাস্টিস পার্টি, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ ও বিএনডিপি।
৪ ঘণ্টা আগে
এদিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়েছে, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমানের সপরিবারে দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশের মসজিদে মসজিদে আজ জুমার নামাজ শেষে দোয়া হবে।
৮ ঘণ্টা আগে
এতে আরো বলা হয়েছে, অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীকে তারেক রহমান আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এ ছাড়া অভ্যর্থনা জানাতে আসা ঢাকা মহানগরীসহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতা ও কর্মীদের তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
২১ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
১ দিন আগে