
প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত সাজায় রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের হস্তক্ষেপ নেই।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য আয়োজিত ৯০-এর গণঅভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, একটি প্লট বরাদ্দ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইন-আদালত স্বাধীনভাবে কাজ করছে। এখানে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপের সুযোগ নেই।
তিনি আরও বলেন, হাসিনার সময়কার আদালত ও তার গড়া ট্রাইব্যুনালই এখন স্বাধীন সরকারের অধীনে বিচার কার্যক্রম পরিচালনা করছে। তাই এখানে কাউকে প্রভাবিত করার প্রশ্নই আসে না।
জাতীয় পার্টিকে নিয়ে সমালোচনা করে রিজভী বলেন, জাতীয় পার্টি বলছে, দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই এটা শুনে মানুষ অবাক হয়। যারা দীর্ঘদিন শেখ হাসিনা সরকারের সহযোগী ছিল, তারাই এখন গণতন্ত্রের কথা বলছে। তাদের ভূমিকার কারণেই হাসিনা এতদিন ক্ষমতায় থাকতে পেরেছেন।
অর্থনীতি প্রসঙ্গে রিজভী বলেন, এরশাদ ও হাসিনা মিলে যে অর্থনৈতিক কাঠামো তৈরি করেছিলেন, বিগত সাড়ে ১৫ বছর ধরে সেটিই ‘হাসিনোমিক্স’ নামে চলেছে। এই ব্যবস্থায় ব্যাংক থেকে যারা ঋণ নেন, তারা ফেরত দেন না বরং কিস্তি না দিয়েই আবার নতুন ঋণ পেয়ে যান। এর ফলেই এখন খেলাপি ঋণ সাড়ে ৬ লাখ কোটিতে পৌঁছেছে।
তিনি জানান, হাসিনোমিক্স থেকে বেরিয়ে আসতে নির্বাচিত সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারও ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত সাজায় রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের হস্তক্ষেপ নেই।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য আয়োজিত ৯০-এর গণঅভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, একটি প্লট বরাদ্দ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইন-আদালত স্বাধীনভাবে কাজ করছে। এখানে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপের সুযোগ নেই।
তিনি আরও বলেন, হাসিনার সময়কার আদালত ও তার গড়া ট্রাইব্যুনালই এখন স্বাধীন সরকারের অধীনে বিচার কার্যক্রম পরিচালনা করছে। তাই এখানে কাউকে প্রভাবিত করার প্রশ্নই আসে না।
জাতীয় পার্টিকে নিয়ে সমালোচনা করে রিজভী বলেন, জাতীয় পার্টি বলছে, দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই এটা শুনে মানুষ অবাক হয়। যারা দীর্ঘদিন শেখ হাসিনা সরকারের সহযোগী ছিল, তারাই এখন গণতন্ত্রের কথা বলছে। তাদের ভূমিকার কারণেই হাসিনা এতদিন ক্ষমতায় থাকতে পেরেছেন।
অর্থনীতি প্রসঙ্গে রিজভী বলেন, এরশাদ ও হাসিনা মিলে যে অর্থনৈতিক কাঠামো তৈরি করেছিলেন, বিগত সাড়ে ১৫ বছর ধরে সেটিই ‘হাসিনোমিক্স’ নামে চলেছে। এই ব্যবস্থায় ব্যাংক থেকে যারা ঋণ নেন, তারা ফেরত দেন না বরং কিস্তি না দিয়েই আবার নতুন ঋণ পেয়ে যান। এর ফলেই এখন খেলাপি ঋণ সাড়ে ৬ লাখ কোটিতে পৌঁছেছে।
তিনি জানান, হাসিনোমিক্স থেকে বেরিয়ে আসতে নির্বাচিত সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারও ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিএনপিই একমাত্র দল, যার বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেই সামর্থ্য এবং অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব। এবং তাদের সমর্থন নিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি, সেই ভুল যাতে আমরা সংশোধন করতে পারি, তা নিয়ে জনগণের
৩ ঘণ্টা আগে
মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অবস্থার উন্নতি হলেও তাকে আরও কিছু দিন পর্যবেক্ষণে রাখা হবে।
৭ ঘণ্টা আগে
আয়োজকরা মনে করছেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এমন আলোচনা ভবিষ্যতে নীতিনির্ধারণ ও কূটনৈতিক সংযোগে ইতিবাচক ভূমিকা রাখবে।
১০ ঘণ্টা আগে
দলের বিভিন্ন পর্যায়ে কথা বলে যে ধারণা পাওয়া যাচ্ছে তা হলো: তারেক রহমানের দেশে ফেরার তারিখ এখনো ঠিক না হওয়া, খালেদা জিয়ার অসুস্থতা ও দলীয় মনোনয়নকে ঘিরে বিরোধ-কোন্দল বেড়ে যাওয়া নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে দলের সব স্তরেই।
১১ ঘণ্টা আগে