সংশোধিত জুলাই সনদ চূড়ান্ত, ৮৪ দফায় ঐকমত্য

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

জুলাই জাতীয় সনদ ২০২৫-এর পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই সনদের পটভূমি, জাতীয় ঐকমত্য কমিশন গঠনসহ সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার বিবরণসহ এতে রাখা হয়েছে সাত দফা অঙ্গীকারনামা। এর বাইরে ঐকমত্য কমিশনের বৈঠকে যে ৮৪ দফায় রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো স্থান পেয়েছে এই সমন্বিত খসড়ায়।

শনিবার (১৬ আগস্ট) জাতীয় জুলাই সনদের এই খসড়া প্রকাশ করা হয়েছে৷ খসড়ার একটি কপি রাজনীতি ডটকমের হাতে এসে পৌঁছেছে। পুরো খসড়াটি পড়ুন এখানে—

এর আগে গত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম দিনের আলোচনা শেষে ঐকমত্য কমিশন জুলাই সনদের প্রাথমিক খসড়া দিয়েছিল রাজনৈতিক দলগুলোকে৷ তবে সময় স্বল্পতার কারণে সে খসড়ায় আলোচনায় একমত হওয়া বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়নি। ওই খসড়ায় পটভূমি ও অঙ্গীকারনামাসহ বাকি অংশগুলো রাখা হয়েছিল।

অসম্পূর্ণ সেই খসড়া নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখায় রাজনৈতিক দলগুলো। তবে ওই সময় পর্যন্ত ঐকমত্য কমিশনের মেয়াদ ছিল ১৫ আগস্ট পর্যন্ত। এর মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সনদ কার্যকরে একমত হওয়াসহ অন্যান্য কার্যক্রমের জন্য সময় দরকার ছিল বিবেচনায় ঐকমত্য কমিশনকেও তাড়াহুড়ো করতে হয়।

পরে অবশ্য ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে। এর ফলে এখন এই কমিশন তাদের কার্যক্রম শেষ করার জন্য ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাচ্ছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের অনন্য প্রতীক : দুদু

আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) উদ্যোগে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

৪ ঘণ্টা আগে

বিএনপি নেতা সাজুকে বহিষ্কার

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

৫ ঘণ্টা আগে

কুমিল্লায় তারেক রহমানের নির্বাচনি জনসভা ২৪ জানুয়ারি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারে আগামী ২৪ জানুয়ারি কুমিল্লায় আসছেন। তারেক রহমানের আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়াবে।

৫ ঘণ্টা আগে