আসিফ নজরুলকে হাসনাত— ভণ্ডামি বাদ দেন, স্যার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০০: ০৩
আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহর কমেন্ট। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনায় নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল।

আসিফ নজরুলের এ সংক্রান্ত ফেসবুক পোস্টে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন হাসনাত। এমনকি উপদেষ্টার কর্মকাণ্ডকে ‘ভণ্ডামি’ বলেও অভিহিত করেছেন তিনি।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আহত হন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণঅধিকার পরিষদের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির নেতাকর্মীসহ পুলিশ ও সেনাবাহিনী সবাই মিলে বেধড়ক পিঠিয়েছে নুরকে। দলের শতাধিক নেতাকর্মী এ সময় আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।

এ ঘটনার নিন্দা জানিয়ে শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে ফেসবুকে স্ট্যাটাস দেন আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ নজরুল।

তিনি লিখেছেন, ‘ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

নিজে সরকারে থেকে ব্যবস্থা না নিয়ে নিন্দা জানানোর আসিফ নজরুলের সমালোচনা করেছেন অনেকেই। এর মধ্যে সবচেয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

স্ট্যাটাস দেওয়ার ৮ মিনিট পরে রাত ১১টা ৪ মিনিটে করা কমেন্টে হাসনাত লিখেছেন, ‘প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন, স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন, এসবের হিসাব দিতে হবে।’

হাসনাত আরও লিখেছেন, ‘কে কোথায় কীভাবে কোন কাজে বাধা দিছে, এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।’

হাসনাতের এই কমেন্টে লাইকসহ বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পড়েছে ৩৩ হাজার। কমেন্ট পড়েছে প্রায় সাড়ে তিন হাজার।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আওয়ামী লীগ একটা মরা হাতি: হাসনাত আবদুল্লাহ

তিনি বলেন, আমরা যদি আবার বিভিন্ন বর্গে, সূত্রে ভাগ হয়ে যাই, তখন আমাদের জন্য কঠিন হবে। এছাড়া আওয়ামী লীগ বিভিন্ন নামে ফিরে আসতে পারে। এটা তাদের ধর্ম। কারণ তাদের একটা কেবলা আছে। একটা ধর্মে যা যা থাকে তার সব আসে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

১৫ ঘণ্টা আগে

নভেম্বরের মধ্যে গণভোট দিতেই হবে: মিয়া গোলাম পরওয়ার

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৫ ঘণ্টা আগে

শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদের সূচনা করে ২৮ অক্টোবর : রিজভী

রুহুল কবীর রিজভী বলেন, ‘চারদলীয় জোট তো হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি করেনি। যে এসপি হবে ছাত্রলীগের লোক, ডিআইজি হবে আওয়ামী লীগের লোক। এভাবে হাসিনা প্রশাসন সাজিয়েছেন। যে কায়দায় নাৎসিবাদের যে সংগঠন তৈরি করা হয়, ঠিক একই কায়দায় তিনি ফ্যাসিবাদ কায়েম করেছেন।’

১৬ ঘণ্টা আগে

সম্প্রীতির বাংলাদেশ গড়তে নতুন নেতৃত্বের বিকল্প নেই : নুর

সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে নতুন নেতৃত্বের বিকল্প নেই। গণ অধিকার পরিষদ সেজন্য নতুন নেতৃত্ব সৃষ্টির কাজ করছে। আগামী নির্বাচনে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জোটবদ্ধ নির্বাচনে গণ অধিকার পরিষদ নির্বাচন করলেও বেশিরভাগ আসনে ট্রাক প্রতীকে দলীয় প্রার্থীরা নির্বাচন করবেন। তিনি নির্বাচন কমিশনের প্রতীক

১৬ ঘণ্টা আগে