তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৫: ১৩
এ বি এম আব্দুস সাত্তার এবং এ এ এম সালেহ (সালেহ শিবলী)। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রেস সচিব হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী) নিয়োগ পেয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। পাশাপাশি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক জনাব এ এ এম সালেহকে (সালেহ শিবলী) তার প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বি এম আব্দুস সাত্তার প্রশাসনিক ক্যাডারের একজন সাবেক কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব। তিনি ১৯৮৪ সালের ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে যোগদান করেন এবং দীর্ঘ কর্মজীবনে মাঠ প্রশাসন ও মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

এর আগে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব (পিএস) হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দায়িত্বের বাইরে তিনি বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি এবং বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে ছিলেন।

অন্যদিকে প্রেস সচিব হিসেবে দায়িত্ব পাওয়া সালেহ শিবলী সাংবাদিকতা জগতের একজন পরিচিত মুখ। তিনি সাংবাদিকদের অন্যতম শীর্ষ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তার সাংবাদিকতা জীবন শুরু হয় ‘দৈনিক বাংলাবাজার’ পত্রিকার মাধ্যমে।

পরবর্তীতে তিনি দৈনিক মানবজমিন, বার্তা সংস্থা ইউএনবি (UNB), রেডিও টুডে এবং চ্যানেল আই-এর মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। যুক্তরাজ্যভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’ (Channel S)-এর নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন লন্ডনে কর্মরত ছিলেন। গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরলে সালেহ শিবলীও তার সাথে দেশে ফেরেন।

এ ছাড়া সালেহ শিবলী বর্তমানে অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সিডনি পলিসি অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর নন-রেসিডেন্ট ফেলো হিসেবে কাজ করছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির অভিনন্দন

সালেহ শিবলী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

শনিবার এক যৌথ বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সালেহ শিবলী একজন দক্ষ ও অভিজ্ঞ সাংবাদিক যিনি অতীতে ডিআরইউ-এর সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক সমাজ ও সংগঠনের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।

এ ছাড়া নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, সালেহ শিবলী তার মেধা ও শ্রম দিয়ে তারেক রহমানের লক্ষ্য বাস্তবায়নে এবং দলের প্রচার কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বীর হত্যার ঘটনায় মামলা

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিহতের স্ত্রী বাদী হয়ে ৩-৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে এই মামলা করেন।

১৮ ঘণ্টা আগে

জকসুতেও ভিপি-জিএস-এজিএসের জয় শিবির-সমর্থিত প্যানেল থেকে

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী মো. রিয়াজুল ইসলাম পাঁচ হাজার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্রঅধিকার পরিষদ-সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন চার হাজার ৬৮৮ ভোট।

১ দিন আগে

জকসুর ৩৩ কেন্দ্রে শীর্ষ ৩ পদেই এগিয়ে শিবিরের প্যানেল

ফলাফলে দেখা যায়, ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম চার হাজার ৪৩২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদল ও ছাত্রঅধিকার পরিষদ-সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন তিন হাজার ৭৭৭ ভোট। সে হিসাবে রাকিবের চেয়ে ৬৫৫ ভোটে এগিয়ে আছেন রিয়াজুল।

১ দিন আগে

হলফনামায় আয় নিয়ে ‘বিভ্রান্তি’, ব্যাখায় যা বললেন নাহিদ ইসলাম

বাস্তবতা হলো, এই ১৬ লক্ষ টাকার মধ্যে প্রায় ১১ লক্ষ টাকাই উপদেষ্টা হিসেবে প্রাপ্ত বেতন-ভাতা, যা ব্যাংক চ্যানেলের মাধ্যমে পরিশোধিত, আয়করযোগ্য এবং সম্পূর্ণভাবে নথিভুক্ত। বাকি অংশ এসেছে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কনসালটেন্ট (পরামর্শক) হিসেবে বৈধ পেশাগত কাজের সম্মানী থেকে, যা

১ দিন আগে