সংসদ না থাকায় যেভাবে পাস হবে এবারের বাজেট

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট এবার সংসদের বাইরে উপস্থাপিত হতে যাচ্ছে আজ সোমবার। নির্বাচিত সরকার না থাকায় জাতীয় বাজেট উপস্থাপন করা হবে এক ভিন্ন আঙ্গিকে। সংসদ না থাকায় এবারের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে।

সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বিকাল ৪টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে বাজেট বক্তৃতা দেবেন। ধারণকৃত এই বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে। এছাড়া বিটিভি থেকে ফিড নিয়ে বেসরকারি সব টেলিভিশন ও বেতারকেও একই সময়ে বাজেট সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

সবশেষ ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সংসদের বাইরে বাজেট ঘোষণা করা হয়। সে সময় অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। সেটিও ছিল সোমবার।

গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে আবুল মাল আবদুল মুহিত দশবার, আ হ ম মুস্তফা কামাল পাঁচবার এবং সবশেষ আবুল হাসান মাহমুদ আলী একবার বাজেট উপস্থাপন করেন।

দেশের প্রচলিত বিধি ও রীতি অনুযায়ী, নির্বাচিত সরকারের আমলে প্রতি বছর বাজেট পেশ করা হয় বাজেট জাতীয় সংসদ অধিবেশনে। শুধু তাই নয়, বাজেট পেশ করার জন্যই আলাদা অধিবেশন আহ্বান করা হয়, যাকে আলাদা করে ‘বাজেট অধিবেশন’ অভিহিত করা হয়ে থাকে।

রীতি বলছে, বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনেই সংসদে উত্থাপন করা হয় বাজেট। এরপর মাসজুড়ে সেই প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা হয় সংসদে। সরকারি ও বিরোধী দলের জন্য আলোচনার সুযোগ উন্মুক্ত থাকে। মাসব্যাপী আলোচনার পর জুনের একদম শেষ ভাগে সংসদে বাজেট পাস হয়।

এবার নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকায় নেই সংসদ। ফলে সংসদ অধিবেশনও থাকছে না, থাকছে না সংসদে বাজেট উত্থাপনের রীতি অনুসরণের সুযোগ। বাজেট উত্থাপনের পর সংসদে বাজেট নিয়ে আলোচনা-বিতর্কের সুযোগও নেই।

সরকার জানিয়েছে, টেলিভিশন-বেতারে সরাসরি বাজেট বক্তৃতা সম্প্রচারের মাধ্যমে বাজেট পেশের পর প্রস্তাবিত বাজেটের ওপর নাগরিকদের মতামত চাইবে অর্থ মন্ত্রণালয়। সেই মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে বাজেট।

এরপর আগামী ২৩ জুনের পর যেকোনো দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বৈঠকে অনুমোদন দেওয়া হবে বাজেট। পরে সেটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে ১ জুলাই থেকে কার্যকর করা হবে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

এলপিজির সরবরাহ সংকট নেই : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

উপদেষ্টা জানান, ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। পাশাপাশি যেসব আউটলেট ইচ্ছাকৃতভাবে বিক্রি বন্ধ রেখেছিল, সেগুলো পুনরায় খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

৫ দিন আগে

সোনার দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা

সদ্য সমাপ্ত ২০২৫ সালের শেষ সময়ে এসে দফায় দফায় সোনার দাম বাড়ে। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। এই রেকর্ড দাম নির্ধারণের পর ১ জানুয়ারি পর্যন্ত টানা তিন দফা সোনার দাম কমানো হয়েছিল। এখন তা ফের বাড়লো।

৭ দিন আগে

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতারা।

৭ দিন আগে

দাম বাড়ল এলপি গ্যাসের

জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

৭ দিন আগে