রাবিতে পোষ্য কোটা নয়, সন্তানদের ভর্তিতে ‘প্রাতিষ্ঠানিক সুবিধা’ চান শিক্ষক-কর্মকর্তারা

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তির জন্য ‘প্রাতিষ্ঠানিক সুবিধা’ পুনর্বহালের দাবি জানানো হয়েছে। তবে এই সুবিধাটিকে ‘পোষ্য কোটা’ হিসেবে আখ্যায়িত করতে নারাজ তারা। আজ শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ দাবি তুলে ধরা হয়।

দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়ে আগামীকাল রবিবার ৩ ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

সভায় লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের সন্তানদের জন্য নানা সরকারি সুযোগ-সুবিধা আছে। আমাদের প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নামক ভূখন্ডের বাইরের কোনো বিচ্ছিন্ন অংশ নয়। এই পরিস্থিতিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা প্রদানের জন্য প্রশাসনের নিকট আমরা জোর দাবী জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্ট ২০২৪-এ ফ্যাসিবাদ বিলোপ ও গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলেও অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরে সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একই চিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়েও, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, যাতায়াত এবং পেশাগত সুযোগের মতো মৌলিক সুবিধাগুলোর উন্নতি হয়নি। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবাজ ও নিপীড়কদের বিচারের দাবিতেও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। এসব অতি জরুরি বিষয়ে কার্যকর পদক্ষেপের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন।’

শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আসনের কোনো অংশ দাবি করছেন না জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমীরুল ইসলাম বলেন, ‘আমরা নির্ধারিত সিটের বাইরে আমাদের সন্তানদের ভর্তির জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা চাচ্ছি। নির্ধারিত আসনের বাইরে গিয়ে আমাদের সন্তানদের ভর্তি সুবিধাকে আমরা পোষ্য কোটা বলতে রাজি নই। কোটা হচ্ছে নির্ধারিত আসনের একটা ভাগ। আমরা সেই আসনের ভাগ তো চাচ্ছি না।’

ভর্তি সংক্রান্ত দাবি ছাড়াও সংবাদ সম্মেলনে আরও ৮ দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—ক্যাম্পাসের সকলের নিরাপত্তা নিশ্চিতকরণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ; শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পর্যাপ্ত আবাসিকতার ব্যবস্থা করা; পরিবহণ ব্যবস্থার উন্নয়ন; শিক্ষকগণের জন্য ব্যক্তিগত চেম্বারের ব্যবস্থা ও গবেষণার জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধিকরণ;

এছাড়াও, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা; কর্মকর্তা ও কর্মচারীদের দাপ্তরিক কাজের পরিবেশ উন্নয়ন; ফ্যাসিবাদী, দুর্নীতিবাজ ও নিপীড়কদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিতকরণ।

সংবাদ সম্মেলনে এসময় অন্যদের মধ্যে ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. কামরুল আহসান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম, অফিসার সমিতির সভাপতি মো. মোক্তার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিল করে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিচারকের ছেলে হত্যায় আসামি লিমন মিয়া ফের ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

১ দিন আগে

রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং আন্দোলন চালান।

১ দিন আগে

কোটা-বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে হরতাল চলছে

হরতালের সমর্থনে আন্দোলনকারীরা রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।

১ দিন আগে

রাঙামা‌টি‌তে ৩৬ ঘণ্টা হরতালের ডাক

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সব চাকরির নিয়োগে সরকার ৭ শতাংশ কোটা নির্ধারণ করে দিলেও রাঙামাটি জেলা পরিষদ সেই বিধান না মেনে নিয়োগ পরীক্ষার শুরু করেছে। ফলে মেধাবীরা বঞ্চিত হবে।

২ দিন আগে