ফসলি জমিতে খাল খনন, প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলের ধরগাঁও বিলপাড় গ্রামে ফসলিতে এভাবে খাল খনন করা হচ্ছে। ছবি: রাজনীতি ডটকম

পানি নিষ্কাশনের জন্য ফসলি জমি নষ্ট করে ব্যক্তি উদ্যোগে খাল খননের প্রতিবাদ করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও বিলপাড় গ্রামের দুই শতাধিক কৃষক। তাদের অভিযোগ, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. মাহবুব এ খাল খননের কাজ করছেন। তবে ইউপি সদস্যের দাবি, স্থানীয়রা নিজেদের সুবিধার জন্য খাল কাটছেন।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন কৃষকরা। এ সময় তারা আরও অভিযোগ করেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়কে অবহিত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বিলপাড় গ্রামের ১০ থেকে ১৫ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি কোনো প্রকল্প নেওয়া না হলেও ফসলি জমিতে ব্যক্তি উদ্যোগে খাল খনন করা হচ্ছে। এতে ফসলি জমি নষ্ট হওয়ার পাশপাশি উৎপাদিত ফসল ঘরে তুলতেও কৃষকদের সমস্যা হবে। খাল খনন হলে দ্বিখণ্ডিত হবে কৃষকদের জমিজমা। যাতায়াতে সমস্যা হবে। খালের কারণে চাষের লাঙ্গল জমিতে নিয়ে যাওয়া যাবে না।

বিলপাড় গ্রামের কৃষক নবী হোসেন বলেন, ইউপি সদস্য মাহবুব ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আমাদের কৃষকদের ফসলি জমি নষ্ট করে খাল খনন করছেন। অথচ এখানে সরকারের কোনো প্রকল্প নেই। এই খালের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা ক্ষুদ্ধ হয়ে উঠেছেন।

নান্দাইলের ধরগাঁও বিলপাড় গ্রামে ফসলি জমিতে খাল খননের প্রতিবাদে রোববার বিক্ষোভ ও মানববন্ধন করেন কৃষকরা। ছবি: রাজনীতি ডটকম
নান্দাইলের ধরগাঁও বিলপাড় গ্রামে ফসলি জমিতে খাল খননের প্রতিবাদে রোববার বিক্ষোভ ও মানববন্ধন করেন কৃষকরা। ছবি: রাজনীতি ডটকম

আরেক কৃষক ফাইজুল ইসলাম জানান, বিলপাড় গ্রামে একটি সরকারি খাল রয়েছে। সেটি কিছু ব্যক্তি দখল করে পুকুর বানিয়ে মাছ চাষ করছেন। খালের কিছু এলাকার একটি ইটভাটার দখলেও চলে গেছে। সেই সরকারি খাল উদ্ধার না করে নতুন করে একটি খাল খনন করা হলে বিলপাড় গ্রামের কৃষকদের চলাচল সীমিত হয়ে পড়বে।

ফাইজুল বলেন, নতুন করে খাল খনন করা হলে প্রায় ২০০ কৃষকের জমিজমা দ্বিখণ্ডিত হয়ে পড়বে। ব্যক্তি উদ্যোগে খাল খননের বিষয়টি বিলপাড় গ্রামের কৃষকদের পক্ষ থেকে নান্দাইলের ইউএনও ফাতেমা জান্নাতকে জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জোর-জবরদস্তি করে খাল খননের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. মাহবুব জানান, তিনি খাল খননের সঙ্গে জড়িত নন। তার দাবি, বিলপাড় গ্রামের লোকজন তাদের সুবিধার জন্যে খাল কাটছেন। এখানে তার কোনো ভূমিকা নেই।

নান্দাইলের ইউএনও ফাতেমা জান্নাত বলেন, কে বা কারা খাল খনন করছে জানি না। পানি উন্নয়ন বোর্ডে খোঁজ নিয়েছি, তারাও এ বিষয়ে কিছু জানে না। বিষয়টি জানার জন্য উভয়পক্ষকে সোমবার ডাকা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মিয়ানমারে গোলাগুলি, টেকনাফ সীমান্তে শিশু আহত

বিজিবি সূত্রে জানা যায়, ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ৬৪ বিজিবির অধিনায়ক ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন। সেইসঙ্গে টহল জোরদার করা হয়েছে।

১ দিন আগে

জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

জানা গেছে, শনিবার রাতে শাহানগর দিঘিরপাড় এলাকায় হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে জামাল মারা যান। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।

২ দিন আগে

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের টেকনাফের জাদিমোরা (ক্যাম্প-২৬) রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নুর কামাল (২৫) নামের একজন নিহত হয়েছেন।

২ দিন আগে

লিফট বিকল, ভবনের দেয়াল ভেঙে বর উদ্ধার

কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে ছয়জন ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠায় লিফট বিকল হয়ে নিচে নেমে যায়। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটের ভেতরে আটকা পড়েন। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভবনের দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

২ দিন আগে