মধ্যরাতে লালমনিরহাট সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৭: ১৩
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের শিকার নারী ও শিশুরা। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতী গাটিয়ারভিটা সীমান্তে দিয়ে মধ্যরাতে সাত নারী ও চার শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্তমানে তাদের পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এ ছাড়া শ্রীরামপুর ইউনিয়নের সীমান্ত দিয়ে আরও ৯ জনকে পুশইনের তথ্য পাওয়া গেছে।

বুধবার (২১ মে) দিবাগত রাত ১২টার দিকে পাটগ্রামের ধবলসূতী গাটিয়ারভিটা সীমান্তে এ ঘটনা ঘটেছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ১১ জনকে পুলিশের হেফাজতে পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সময়ে শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তের কয়েকটি স্থান দিয়ে আরও অন্তত ৯ জনকে পুশইনের তথ্য পাওয়া গেছে। বিজিবি বা পুলিশ আলাদাভাবে তাদের তথ্য নিশ্চিত না করলেও স্থানীয়রা বলছেন, পুশইনের শিকার বাকিরা স্থানীয়দের সঙ্গে মিশে গেছেন।

পুলিশ জানিয়েছে, ধবলসূতী বিওপি ক্যাম্প এলাকার গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে বেশকিছু নাগরিককে বাংলাদেশের ভেতরে পায়ে হেঁটে আসতে দেখেন স্থানীয়রা। একপর্যায়ে নতুন বাজার নামক স্থানে ওই নারী ও শিশুরা পৌঁছালে তাদের আটক করে বিজিবিকে খবর দেওয়া হয়ে। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে যায়।

৬১ বিজিবির অধীন ধবলসূতি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন বলেন, সীমান্ত পেরিয়ে আসা ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, বিজিবি ১১ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। এদের মধ্যে সাতজন নারী ও চারটি শিশু। এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। ওই ১১ জনের বিষয় সার্বিক তথ্য বের করতে কাজ করছে বিজিবি ও পুলিশ। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি নেতার ঈদুল আজহার পোস্টার লাগানো নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৭

হামিদুর রহমান রাশেদ বলেন, অতর্কিত হামলা চালিয়ে নিহত, আহত, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। মানসিকভাবে কষ্টে আছি।

১ দিন আগে

বিএমডিএ চেয়ারম্যান ড. আসাদুজ্জামান আর নেই

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলন, শুক্রবার সকালে ড. আসাদুজ্জামান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে তার আগেই তিনি মারা গিয়েছিলেন।

১ দিন আগে

লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় চাহিদামতো অর্থ ও মালামাল না পেয়ে সশস্ত্র ডাকাতরা মরদেহের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় ডাকাতের হামলায় নারীসহ ৯ জন আহত হয়েছেন।

১ দিন আগে

নেত্রকোনায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রস্তুতি সভায় স্বেচ্ছাসেবক দল নেত্রকোনা জেলার সভাপতি সোলায়মান হাসান রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আইনজীবী খালিদ সাইফুল্লাহ মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ১নং সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, বিশেষ অতিথির বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমি

২ দিন আগে