মধ্যরাতে লালমনিরহাট সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের শিকার নারী ও শিশুরা। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতী গাটিয়ারভিটা সীমান্তে দিয়ে মধ্যরাতে সাত নারী ও চার শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্তমানে তাদের পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এ ছাড়া শ্রীরামপুর ইউনিয়নের সীমান্ত দিয়ে আরও ৯ জনকে পুশইনের তথ্য পাওয়া গেছে।

বুধবার (২১ মে) দিবাগত রাত ১২টার দিকে পাটগ্রামের ধবলসূতী গাটিয়ারভিটা সীমান্তে এ ঘটনা ঘটেছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ১১ জনকে পুলিশের হেফাজতে পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সময়ে শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তের কয়েকটি স্থান দিয়ে আরও অন্তত ৯ জনকে পুশইনের তথ্য পাওয়া গেছে। বিজিবি বা পুলিশ আলাদাভাবে তাদের তথ্য নিশ্চিত না করলেও স্থানীয়রা বলছেন, পুশইনের শিকার বাকিরা স্থানীয়দের সঙ্গে মিশে গেছেন।

পুলিশ জানিয়েছে, ধবলসূতী বিওপি ক্যাম্প এলাকার গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে বেশকিছু নাগরিককে বাংলাদেশের ভেতরে পায়ে হেঁটে আসতে দেখেন স্থানীয়রা। একপর্যায়ে নতুন বাজার নামক স্থানে ওই নারী ও শিশুরা পৌঁছালে তাদের আটক করে বিজিবিকে খবর দেওয়া হয়ে। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে যায়।

৬১ বিজিবির অধীন ধবলসূতি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন বলেন, সীমান্ত পেরিয়ে আসা ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, বিজিবি ১১ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। এদের মধ্যে সাতজন নারী ও চারটি শিশু। এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। ওই ১১ জনের বিষয় সার্বিক তথ্য বের করতে কাজ করছে বিজিবি ও পুলিশ। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে নির্মাণাধীন দোকানঘর থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

১০ ঘণ্টা আগে

টাঙ্গাইলে সেতুর অ্যাপ্রোচ ধসে পড়ায় যোগাযোগ বন্ধ

জানা গেছে, সদর উপজেলার চরাঞ্চলে হুগড়া, কাকুয়া, কাতুলী, মাহমুদনগর এবং সিরাজগঞ্জের চোহালির একটি অংশ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে থাকেন। টাঙ্গাইলের চারাবাড়ি তোরাবগঞ্জ ধলেশ্বরী নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ২০০৬ সালে ১৭০ দশমিক ৬৪২ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণ করেন।

১২ ঘণ্টা আগে

যানজটে বাধ্য হয়ে মোটরসাইকেলে চড়লেন সড়ক উপদেষ্টা

এদিকে সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। হাইওয়ে পুলিশের দাবি, সড়ক সংস্কার কাজ এক পাশে চালানোর কারণে যানজট তৈরি হয়েছে।

১২ ঘণ্টা আগে

রাউজানে সড়ক দুর্ঘটনায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ

১৫ ঘণ্টা আগে