সাবেক এমপি ফারুক চৌধুরীর বিরুদ্ধে গোদাগাড়ীতে দুই মামলা

রাজশাহী ব্যুরো

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীসহ দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় দু’টি মামলা হয়েছে। রোববার রাতে গোদাগাড়ী থানায় মামলা দু’টি রেকর্ড হয়েছে বলে আজ সোমবার নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান।

তিনি জানান, প্রথম মামলাটি করেন গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের বিএনপিকর্মী আব্দুল হামিদ বাবলু। দ্বিতীয় মামলার বাদী হয়েছেন লস্করহাটি এলাকার তসিকুল ইসলাম নামের এক ব্যক্তি।

জানা গেছে, প্রথম মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর নির্দেশে উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে গত ৫ আগস্ট আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি করা হয়। এই ঘটনায় বেশ কিছু ছাত্র জনতা আহত হয়। ওমর ফারুক চৌধুরী ছাড়াও মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ জনের নাম ছাড়াও অজ্ঞাত শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় মামলাটি করা হয়েছে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোদাগাড়ীর লস্করহাটি কেন্দ্রে ভোটে সিল মারার অভিযোগে। দ্বিতীয় মামলার বাদী হয়েছেন লস্করহাটি এলাকার তসিকুল ইসলাম নামের এক ব্যক্তি। নামীয় ২২ জন ও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে করা মামলায় রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। বাকি আসামিরা স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

ওসি আতাউর রহমান বলেন, ‘মামলা দুটিতে সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীকে হুকুমের আসামি করা হয়েছে। আসামিরা সবাই পলাতক রয়েছেন। কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খেতুরীধামে ভক্ত-দর্শনার্থীর ভিড়ে গোদাগাড়ী সড়কে ৪ কিলোমিটার যানজট

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খেতুরীধামে বৈষ্ণব সাধক নরোত্তম দাস ঠাকুরের খেতুরিভাব (তিরোভাব) মহোৎসব উপলক্ষে লাখো ভক্ত ও দর্শনার্থীর ঢল নেমেছে। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে উৎসবস্থলমুখী ভক্তদের আগমনে উপজেলার রাজাবাড়ী থেকে বসন্তপুর এবং বিজয়নগর থেকে প্রেমতলী বাজার মোড় পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি

১০ ঘণ্টা আগে

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

প্রতিবেদনে বলা হয়, মোস্তফা গত ৭ অক্টোবর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন দুপুর ২টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

১১ ঘণ্টা আগে

হত্যা মামলায় জামিন পেয়েও বাড়ি ফিরতে না পারার অভিযোগ

তারা বলছেন, জামিন পাওয়ার পর থেকেই তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এলাকায় বাড়তি লোকজন জড়ো করা হয়েছে, যেন তারা বাড়িতে ঢুকতে না পারেন।

১ দিন আগে

রাজশাহীতে গ্যাসের বেলুন বিস্ফোরণে দগ্ধ ৭

গোদাগাড়ী থেকে আমনুরাগামী একটি অটোরিকশার পেছনে প্রায় ৪০টি গ্যাসের বেলুন বেঁধে নেওয়া হয়েছিল। পথে কলিপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বেলুনগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে অটোরিকশার ভেতরে থাকা যাত্রীরা আগুনে দগ্ধ হন।

১ দিন আগে