রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহী ব্যুরো
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ০৮

বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে শ্রমিকদের কর্মবিরতির কারণে রাজশাহী থেকে দুরপাল্লার অধিকাংশ যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। আজ সোমবার সকাল ৬টা থেকে ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, হানিফ কেটিসি, গ্রামীণ ট্রাভেলস ও শ্যামলী ট্রাভেলসের বাস বন্ধ রয়েছে। হঠাৎ বাস বন্ধে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

গত ৬ সেপ্টেম্বর রাত ১০টা থেকে একই দাবিতে বাস চলাচল বন্ধ হয়েছিল। তবে দ্রুত দাবি বাস্তবায়নের আশ্বাসে ৯ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে কর্মবিরতি স্থগিত বাস শ্রমিকরা। কিন্তু দাবি আদায় না হওয়ায় আবারও কর্মবিরতি শুরু করেছে অধিকাংশ বাস শ্রমিক। তবে এই আন্দোলনের বাইরে আছে একতা পরিবহন ও কিছু লোকাল বাস। তাই একতা পরিবহন ও ট্রেনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর শিরোইল বাস টার্মিনালে ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, হানিফ কেটিসি, গ্রামীণ ট্রাভেলস ও শ্যামলী ট্রাভেলসের কাউন্টারের শাটার বন্ধ রয়েছে। পাশাপাশি ফটকের সামনে বাস শ্রমিকদের কর্মবিরতির ব্যানার টানানো রয়েছে। শ্রমিকরা মাঝে মাঝে বিক্ষোভ করছেন। ফলে এই পরিবহনগুলোর টিকিট বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ যাত্রীরা কাউন্টারে এসে টিকিট না পেয়ে বিকল্প পরিবহনের চেষ্টা করছেন। তবে অতিরিক্ত চাপের কারণে অধিকাংশ যাত্রী টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন।

রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য বাস কাউন্টারে এসেছিলেন যাত্রী রহিদুর রহমান। তিনি বলেন, “দুপুর ১২টায় বাস ছাড়ার কথা ছিল, কিন্তু এসে শুনি বাস বন্ধ। অল্প সময়ে ট্রেনের টিকিটও কাটা যাচ্ছে না। যে কয়টা বাস চলছে, সেগুলোর টিকিটও মিলছে না। আমরা চরম ভোগান্তিতে পড়েছি। ঢাকা যাওয়া খুব জরুরি ছিল। তবুও উপায় না থাকায় ফিরে যেতে হচ্ছে।”

ঢাকাগামী অপর যাত্রী শরফুদ্দিন বলেন, জরুরি কাজে ঢাকায় যেতে হতো। কিন্তু বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছি। বিকল্প গাড়ির ভাড়া দ্বিগুণ, সেটাও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। যাত্রীদের এমন হয়রানি না করেও আন্দোলন করা যেতো। তাহলে আমাদের ভোগান্তিতে পড়তে হতো না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ সরকার। তার বাড়ি কক্সবাজার। তিনি বলেন, ক্যাম্পাসে শাটডাউন চলছে। সামনে পূজাও রয়েছে। তাই বাড়ি যাওয়ার জন্য এসেছি। কিন্তু বাস না থাকায় খুব দুশ্চিন্তায় আছি। ট্রেনে ঢাকা যেতে পারলেও হতো। কিন্তু টিকিট আগেই শেষ হয়ে গেছে। এখন লোকাল বাসই ভরসা। তবে শেষ পর্যন্ত কতক্ষণে যেতে পারবো সেটা জানি না।

যাত্রী সুমাইয়া আক্তার বলেন, হঠাৎ করে এভাবে বাস বন্ধ করলে আমরা যাত্রীরা ভোগান্তিতে পড়ি। শ্রমিকদের দাবি মানা উচিত, কিন্তু যাত্রীদের কষ্টও কমানো দরকার।

শ্রমিকরা জানান, বর্তমানে ঢাকাগামী এক ট্রিপে (আপ-ডাউন) চালক পান ১ হাজার ২০০ টাকা, হেলপার ৬০০ টাকা এবং সুপারভাইজার আরও কম। এ আয়ে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। তাদের দাবিগুলো হলো—চালকের বেতন এক ট্রিপে ২ হাজার টাকা, সুপারভাইজারের বেতন ১ হাজার ১০০ টাকা, হেলপারের বেতন ১ হাজার টাকা, হোটেল ভাড়া বাবদ ২০০ টাকা, প্রতিবার খাবারের জন্য জনপ্রতি ১০০ টাকা ও প্রতিবছর বোনাসের ব্যবস্থা।

ন্যাশনাল ট্রাভেলসের চালক আলী হোসেন বলেন, ১৭ বছর থেকে আমাদের বেতন বাড়ানো হয়নি। মালিককে বললেও বেতন বাড়াচ্ছেন না। এর আগেও আমরা ২৩ আগস্ট শুধু ন্যাশনাল ট্রাভেলস বন্ধ রেখেছিলাম। ৬ সেপ্টেম্বর থেকে তিন দিন কর্মবিরতি পালন করেছেন প্রায় সকল বাসের শ্রমিকরা। প্রতিবারই আমাদের বেতন বৃদ্ধির আশ্বাস দিলে আমরা কাজ শুরু করি। কিন্তু এখনও আগের বেতনই দেওয়া হচ্ছে। তাই অন্য সব বাসের শ্রমিকরা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আন্দোলন করছে। তবে একতা পরিবহন এই কর্মসূচির বাইরে থাকায় তাদের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

ন্যাশনাল ট্রাভেলসের হেলপার রেজা বলেন, “এক ট্রিপে ৬০০ টাকা পাই। খরচ বাদ দিলে হাতে থাকে মাত্র ৪০০ টাকা। মাসে ১৪টা ট্রিপে আয় হয় ৫ হাজার ৬০০ টাকা। এতে সংসার চালানো যায় না।”

রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, “শ্রমিকরা ন্যায্য দাবিতে আন্দোলন করছেন। একতার চালক পান ১ হাজার ৭৫০ টাকা, কিন্তু অন্য বাসের চালক পান মাত্র ১ হাজার ২৫০ টাকা। মালিকরা বারবার আশ্বাস দিয়েও বেতন বাড়াচ্ছেন না। তাই চালকরা বাস বন্ধ করে দিয়েছে।”

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

১৫ ঘণ্টা আগে

জুলাই হত্যা মামলায় বাণিজ্য: পটুয়াখালীর ২ বিএনপি নেতাকে শোকজ

জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলার বিএনপির সদস্য ও মাদারবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ এবং সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আইনজীবী মশিউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ নোটিশ) দিয়েছে জেলা বিএনপি। তাদের নোটিশের জবাব দিতে সময় দেওয়া হয়েছে দুই দিন। তারা দুজন স

১ দিন আগে

সাংবাদিককে তুলে নিয়ে মারধর, জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রংপুর সিটি করপোরেশনের (রসিক) সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করেন। ওই কর্মসূচি পালনের সময় পুলিশের উপস্থিতিতে গেট বন্ধ করে রসিক কর্মচারীরা আরেক দফা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।

১ দিন আগে

সিলেটে ভূমিকম্প অনুভূত

সিলেট নগরীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ ভবন দুলে ওঠায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে এই ভূমিকম্পটি ছিল ৪ মাত্রার। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

১ দিন আগে