আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৭: ৩০

আগামী রমজানের আগেই নির্বাচন চায় জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন নির্বাচন না হওয়ার আশঙ্কা দেখা দেবে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, তারা জানতে চেয়েছে আমরা কখন নির্বাচনটা চাচ্ছি। আমরা বলেছি, প্রধান উপদেষ্টা এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চেয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ঠিক আছে কি না দেখতে চাই।

তিনি আরও বলেন, জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দেবে। আমরা চাচ্ছি, ওই আশঙ্কার আগেই রমজানের আগে নির্বাচনটা হয়ে যাক।

বৈঠক প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, তাদের সাথে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে ইকোনমিক পলিসি ও ফরেন পলিসি কী হবে, সেটা জানতে চেয়েছে। রিজিয়নের বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছে। আমরা এসব বিষয়ে খোলামেলা কথা বলেছি। তারা মাইনরিটি, উইমেন রাইটস, লেবার রাইটস নিয়ে কথা বলেছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা তাদের অনুরোধ করেছি, আমাদের দেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। এই সময় আমেরিকার পক্ষ থেকে যে ৩৭ শতাংশ ট্যারিফ আরোপ করেছে, সেটা যেন তারা পুনর্বিবেচনা করে। আমরা আশা করি তারা এটুকু সহযোগিতা আমাদের করবেন।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে বৈঠকে কথা হয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, আমরা আওয়ামী লীগের বিচার নিয়েও কথা বলেছি। তবে সেটা ন্যায়বিচার সম্পর্কে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

হলফনামার তথ্যে গরমিল, মান্নার মনোনয়নপত্র বাতিল

এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে চারজনেরই মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় আপাতত তিনজন প্রার্থী হিসেবে টিকে থাকলেন। মনোনয়নপত্র বাতিল হওয়া চার প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল করতে পারবেন।

১৯ ঘণ্টা আগে

৭ ঘণ্টা পর ফেরি ছেড়েছে ২ রুটে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাম মিয়া জানান, দুপাশের ঘাটে ছোটবড় মিলিয়ে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। শত শত মানুষ তীব্র শীতে দুর্ভোগ পোহাছিলেন। কিন্তু কুয়াশায় ঝুঁকির কারণে ফেরি ছাড়তে দেওয়া হয়নি। কুয়াশার কিছুটা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

১ দিন আগে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে ফেরি বন্ধ

বৃহস্পতিবার রাত ১২টার পর থেকেই এই নৌ পথে কুয়াশা পড়তে শুরু করে। পরে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ পথ অস্পষ্ট হয়ে পড়ে। এতে নৌ দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় রাত আড়াইটা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

১ দিন আগে

ভোলা-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জেলা প্রশাসক ডা. শামীম রহমান বাসসকে জানান, ভোলা-২ (দৌলতখান- বোরহানউদ্দিন) আসনে আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ওই আসনের ৯ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ১% ভোটার সমর্থন থেকে ১০ জন ভোটারের তথ্য সঠিক না পাওয়ায় দুই স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র বাতিল কর

২ দিন আগে