খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের গণতন্ত্র অপূর্ণ: আমান উল্লাহ আমান

নাজমুল ইসলাম হৃদয়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। ছবি: সংগৃহীত

খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের গণতন্ত্র অপূর্ণ বলে মন্তব্য করেছেন তার উপদেষ্টা আমান উল্লাহ আমান। তিনি বলেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা। আজ জাতীয় ঐক্যের জন্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য তাকে প্রয়োজন।’

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেরানীগঞ্জের আটি ভাওয়াল মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র ফিরে পেতে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে আমান উল্লাহ আমান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন, “আল্লাহ, তুমি এমন তৌফিক দাও যেন বিএনপিকে আবার ক্ষমতায় দেখে যেতে পারেন খালেদা জিয়া।”

মোনাজাতে কথা বলতে গিয়ে বারবার কণ্ঠ ধরে আসছিল তার। একপর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আল্লাহ, খালেদা জিয়া বয়স্ক, অসুস্থ, অনেক কষ্ট করেছেন। কিন্তু আমরা তার জন্য কিছু করতে পারি নাই। আল্লাহ, তুমি তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও।”

আমান উল্লাহ আমান আরও বলেন, “তাকে স্লো পয়জনিং করা হয়েছে, মৃত্যুর পথে ফেলে দেওয়া হয়েছে। চিকিৎসা দেওয়া হয়নি। অথচ আওয়ামী লীগের সান্ডা-পান্ডারা বিদেশে চিকিৎসার জন্য গিয়েছে। আল্লাহ তুমি তার বিচার করছো, বিচার করবে।”

মোনাজাতে তারেক রহমানের জন্যও বিশেষ দোয়া করা হয়। আমান উল্লাহ আমান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৬ বছর ধরে যেভাবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ তাকে সুস্থ অবস্থায় দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দাও।”

কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কাজী সেলিম রেজাসহ স্থানীয় নেতাকর্মীরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে এনসিপির কমিটি ঘিরে বিশৃঙ্খলায় বৈষম্যবিরোধীর পাঁচ নেতাকে শোকজ

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটিকে ঘিরে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

২১ ঘণ্টা আগে

শিক্ষাভবন অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষাভবন মোড় অবরোধ করেছেন ঢাকার সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুর ১টার দিকে তারা শিক্ষাভবন মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।

১ দিন আগে

‎বিটিআরসির সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) প্রক্রিয়ার সংস্কার, বাজারে একচেটিয়া সিন্ডিকেট বিলোপ এবং সবার জন্য মোবাইল ফোন আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনের সড়ক অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

১ দিন আগে

যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মৃত ব্যক্তির পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

১ দিন আগে