গাজীপুর ডিসি অফিসের সামনে ছাত্রদের বিক্ষোভ, যোগ দিয়েছেন হাসনাত-সারজিস

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর ডিসি অফিসের সামনে ছাত্রদের বিক্ষোভে যোগ দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রীর বাড়িতে সংগঠনের নেতাকর্মীদের হামলা ও মারধরের শিকার হওয়ার ঘটনার প্রতিবাদে গাজীপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সংগঠক সারজিস আলম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকেই শহরের ডিসি অফিসের সামনে বাজবাড়ী সড়ক আটকে অবস্থান করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিকেল পৌনে ৪টার কেন্দ্রীয় দুই নেতা সেখানে পৌঁছান।

এর আগে শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী পলাতক আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও লুটপাট হয়। খবর পেয়ে ছাত্ররা সেখানে গেলে তাদের ওপর হামলা হয়। এতে অন্তত ১৫ জন আহত হন।

শিক্ষার্থীদের অভিযোগ, সাবেক মন্ত্রী বাসায় হামলার খবর পেয়ে তারা লুটপাট ঠেকাতে গিয়েছিলেন। এ সময় মসজিদ থেকে মাইকিং করা হয়, সাবেক মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে। এ সময় স্থানীয়রা গিয়ে বাড়ি ঘিরে ফেলে। তারা ছাত্রদের ওপর হামলা চালায়, মারধরে। ষড়যন্ত্র করেই ছাত্রদের সেখানে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা।

এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আলী নাসের খানসহ স্থানীয় ছাত্রনেতারা।

পরে দুপুর ১টার দিকে সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্র-জনতা জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকের সামনে গিয়ে অবস্থান নেন। পরে সেখানে গিয়েই ছাত্রদের সঙ্গে সংহতি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নান্দাইলের তারেরঘাটে আ.লীগের ঝটিকা মিছিল

স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের কয়েক শ নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে উপজেলার মুশুলি ইউনিয়নের তারেরঘাট বাজারে হাজির হন। বাজারের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মিছিল করে সরকারবিরোধী স্লোগান দেন তারা।

১৮ ঘণ্টা আগে

ইলিশের অস্তিত্ব ও উপকূলীয় এলাকার পরিবেশ রক্ষায় গণশুনানি

গণশুনানির বিচারক প্যানেলে ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের খেপুপাড়া নদী উপকেন্দ্রের প্রধান ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল হক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় অধ্যয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক অসীম আবরার, বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সদস্য শুভঙ্

১৮ ঘণ্টা আগে

কাপ্তাই উদ্যানে ১৫ কেজি ওজনের অজগর অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির দৈঘ্য ১০ ফুট এবং এর ওজন ১৫ কেজি বলে জানান বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন।

১৮ ঘণ্টা আগে

দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত

বিকেল পৌনে ৩টার দিকে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত কাঠের সেতুর ছবি তোলার সময় হঠাৎ বেশ কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র চাপাতি দিয়ে সাংবাদিক লুৎফুজ্জামান ফকিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ওই সাংবাদিকের সঙ্গে থাকা রূপসী বাংলা টেলিভিশনের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শাজাহান শেখ প্রতিরোধ করতে গেলে তা

১৮ ঘণ্টা আগে