দলীয় প্রার্থীর পক্ষে থাকব— চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে দল মনোনীত প্রার্থীর পক্ষে থাকার প্রতিশ্রুতি দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা বেলাল-ই-বাকী ইদ্রিশী। ছবি: রাজনীতি ডটকম

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপিঘোষিত প্রার্থী অধ্যাপক শাজাহান মিয়ার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা বেলাল-ই-বাকী ইদ্রিশী। এ আসনে তিনিও বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার একটি রিসোর্টে সংবাদ সম্মেলনে তিনি দলের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করার করার কথা বলেন।

বেলাল-ই-বাকী ইদ্রিশী বলেন, বিএনপি একটি বড় দল। এই দল থেকে অনেকেই মনোনয়ন চেয়েছিল। এটিই গণতন্ত্রের বৈশিষ্ট্য। দল যাকে মনোনয়ন দিয়েছে, আমি তার পাশে থাকব। আমার সব অনুসারীও তার পাশে থাকবেন।

বিএনপির মনোনয়নবঞ্চিত এই নেতা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসাধারনের কাছে পৌঁছে দিতে ও বাস্তবায়ন করতে আমরা কাজ করে যাচ্ছি। বিগত দিনের মতো আগামীতেও একই কাজ আমরা চলমান রাখব।

এ সময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল মনোনীত প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করে বিএনপি। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান মিয়াকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তদন্তে গিয়ে আসামিদের হামলায় তিন পুলিশ আহত

পুলিশ জানায়, কোলাপাড়া গ্রামের এক নারী বন প্রহরী মোহাম্মদ ফারুক হোসেনের দুই ছেলে ফয়সাল ও রাজিবের বিরুদ্ধে পরশুরাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

৬ ঘণ্টা আগে

লাশ পোড়ানোর মামলায় আ.লীগ-বিএনপি-জামায়াত-এনসিপি নেতারা সবাই আসামি

মামলায় ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেন মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।

১২ ঘণ্টা আগে

পার্ক করে রাখা স্কুলবাসে আগুন, দগ্ধ হলেন ঘুমন্ত চালক

পুলিশ জানায়, অন্যান্য দিনের মতো স্কুলবাসটি মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। চালক মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা তাবেজ খান (৪৫) ভেতরে ঘুমিয়ে ছিলেন। দিবাগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেন।

১৩ ঘণ্টা আগে

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচার শুরু আজ

সভায় জেলা বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচার শুরু, একই দিন প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও আগামী কয়েকদিনের মধ্যে বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের আরেকটি সভার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

১৪ ঘণ্টা আগে