বনানীতে ধর্ষণের শিকার ৯ বছরের পথশিশু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

রাজধানীর বনানী থানার অধীন ক্যান্সার হাসপাতালের পেছনের এলাকায় ৯ বছর বয়সী এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাতে বনানী ক্যান্সার হাসপাতালের পেছন থেকে শিশুটিকে গুরুতের আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) তার ফরেনসিক পরীক্ষা করা হয়েছে।

ঢামেক হাসপাতালের ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা জানান, বনানী থানা পুলিশ (সোমবার) রাতে শিশুটিকে নিয়ে আসে। (আজ মঙ্গলবার) সকালে ফরেনসিকসহ কয়েকটি পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে মহাখালী ক্যান্সার হাসপাতালের পেছনে ওই শিশু ধর্ষণের শিকার হয়। ধর্ষণকারীকে সে চিনতে পারেনি। রাত সাড়ে ১০টার দিকে তার কান্না শুনে ও রক্তক্ষরণ দেখে স্থানীয়রা বনানী থানায় খবর দেয়।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, খবর পেয়ে রাতেই তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, শিশুটি ফুটপাতেই থাকত। তবে কে বা কারা তাকে ধর্ষণ করেছে, সে বিষয়ে এখনো কিছু জাানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, শিশুটির বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। তার মাকে খবর দেওয়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত জানতে তদন্ত চলছে।

পুলিশ আরও জানায়, ধর্ষণে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে কাজ চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহতের ঘটনায় মামলা

গতকাল বুধবার সন্ধ্যার পর মগবাজার মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে ককটেল বিস্ফোরণে ওই যুবক নিহত হন। ককটেলটি সিয়ামের মাথায় সরাসরি আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশের ধারণা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিচে ছুঁড়ে মারা হয়।

১৯ ঘণ্টা আগে

লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা, কারা অধিদপ্তরের সতর্কতা

লটারির মাধ্যমে কারাবন্দিদের মুক্তির প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বন্দিদের আত্মীয়-স্বজনের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

১ দিন আগে

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় শেষে শফিকুল আলম বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব সম্প্রদায়ের সবাই যেন নিজ নিজ ধর্ম, আচার, অনুষ্ঠান নির্ভয়ে-আনন্দে পালন করতে পারেন। এটা সত্যিকার গণতন্ত্রের সবচেয়ে বড় লক্ষ্য।

১ দিন আগে

ভোট দিতে ৭ লাখ ১৭ হাজার প্রবাসীর নিবন্ধন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ৭ লাখ ১৭ হাজার ২১৭ জন প্রবাসী নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

১ দিন আগে