বনানীতে ধর্ষণের শিকার ৯ বছরের পথশিশু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

রাজধানীর বনানী থানার অধীন ক্যান্সার হাসপাতালের পেছনের এলাকায় ৯ বছর বয়সী এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাতে বনানী ক্যান্সার হাসপাতালের পেছন থেকে শিশুটিকে গুরুতের আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) তার ফরেনসিক পরীক্ষা করা হয়েছে।

ঢামেক হাসপাতালের ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা জানান, বনানী থানা পুলিশ (সোমবার) রাতে শিশুটিকে নিয়ে আসে। (আজ মঙ্গলবার) সকালে ফরেনসিকসহ কয়েকটি পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে মহাখালী ক্যান্সার হাসপাতালের পেছনে ওই শিশু ধর্ষণের শিকার হয়। ধর্ষণকারীকে সে চিনতে পারেনি। রাত সাড়ে ১০টার দিকে তার কান্না শুনে ও রক্তক্ষরণ দেখে স্থানীয়রা বনানী থানায় খবর দেয়।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, খবর পেয়ে রাতেই তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, শিশুটি ফুটপাতেই থাকত। তবে কে বা কারা তাকে ধর্ষণ করেছে, সে বিষয়ে এখনো কিছু জাানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, শিশুটির বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। তার মাকে খবর দেওয়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত জানতে তদন্ত চলছে।

পুলিশ আরও জানায়, ধর্ষণে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে কাজ চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কারণ নেই: আসিফ নজরুল

নির্বাচন আয়োজনের জন্য উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি, আবার কখনো উপদেষ্টাদের ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। তাদের কথায় মনে হয় নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে, কিন্তু বাস্তবে তা নেই।

৭ ঘণ্টা আগে

আরও ১৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেবে ইসি

গণবিজ্ঞপ্তিতে পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধনের বিষয়ে দাবী-আপত্তি থাকলে ১৫ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

৮ ঘণ্টা আগে

৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ!

এই কঠোর কর্মসূচির প্রভাবে সারা দেশের প্রায় ৬৫ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।

৮ ঘণ্টা আগে

১৫ জেলায় নতুন ডিসি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক ধারাবাহিকতা ও মাঠপর্যায়ে কার্যক্রম ত্বরান্বিত করতে এই বদলি ও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে