বাউল সাধকদের নিয়ে মহাসম্মেলনের ডাক ফরহাদ মজহারের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৬: ১২

ঢাকায় বাউল সাধক, ফকির, সাধু-সন্তদের নিয়ে মহাসম্মেলনের ডাক দিয়েছেন কবি, চিন্তক ফরহাদ মজহার।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানিকগঞ্জে বাউল সাধকদের ওপর হামলার ঘটনায় সাধুগুরুভক্ত ও ওলি-আওলিয়া আশেকান পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এ ডাক দেন।

ফরহাদ মজহার বলেন, আমরা খুব শিগগির রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বাউল, ফকিরদের নিয়ে আমরা দুই-তিন দিনব্যাপী অবস্থাম নেব। সেখানে গান আর কথায় আমরা বাউলদের নিয়ে সব বিভ্রান্তি দূর করব।

মানিকগঞ্জে বাউলদের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনার পরে ওই জেলা শহরেও বাউল-ফকিরদের সমাবেশ আয়োজন করার কথা বলেন ফরহাদ মজহার।

মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলো যদি দোষীদের আড়াল করে রাখার চেষ্টা করে, তবে জনগণ ব্যালটেই এর জবাব দেবে বলে মন্তব্য করেন ফরহাদ মজহার।

তিনি এ সময় বাউল সাধক ও ফকিরদের একজোট থাকার আহ্বান জানান।

সমাবেশে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরে অন্তর্বতী সরকার অঙ্গীকার করেছিল, তারা ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করবে। কিন্তু এ সরকারের আমলে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে।

তিনি অভিযোগ এনে বলেন, একটি লুটেরা-মাফিয়া গোষ্ঠী নির্বাচনের আগে প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। তারা দম্ভ প্রকাশ করছে। এ গোষ্ঠী এখন মাজারে হামলা করছে, বাউলদের মারপিট করছে। এ গোষ্ঠী ইহুদিদের চর, মোসাদের চর। তারা দেশ থেকে ইসলামের স্মৃতিচিহ্ন মুছে ফেলতে চায়। তারা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের মর্যাদাহানি করছেন।

বাউল আবুল সরকার পালাগান পরিবেশনায় নাটকীয়তার মাধ্যমে ধর্মের নানা তত্ত্বের ব্যাখ্যা দিচ্ছিলেন বলে মন্তব্য করেন ফরহাদ মজহার।

তিনি বলেন, আবুল সরকার কোনো ভুল করেননি। প্রশাসনে যারা কর্তব্যরত রয়েছেন, তাদেরই ব্যর্থতা যে তাদের সাংস্কৃতিক শিক্ষা নিচু স্তরের।

পরে আবুল সরকারের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সমাবেশে আগত বাউল অনুসারীরা।

তারা বলেন, কিছু শিক্ষাহীন ও অসৎ উদ্দেশ্যসম্পন্ন মহল আবুল সরকারের পালার একটি অংশকে বিচ্ছিন্নভাবে সামনে এনে তাকে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত করেছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি সুফি ধারার শিল্পী, এই ধারায় সাপ্তিকতার কোনো স্থান নেই, বরং আল্লাহ ও রাসূলের প্রশংসা ও প্রেমগাঁথাই তাদের প্রধান বিষয়বস্তু। সুতরাং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ স্পষ্টতই ভিত্তিহীন এবং অসৎ উদ্দেশ্যমূলক।

বাউল, ফকিরদের আশঙ্কা- একটি গোষ্ঠী এই ঘটনাকে ইন্ধন হিসেবে ব্যবহার করে সমাজে নৈরাজ্য ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চাইছে।

পরে বাউল সাধকদের পক্ষে কবি ফরহাদ মজহার, মোহাম্মদ রোমেল, আবুল কাশেম, আলেয়া বেগম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে চার দফা দাবি উত্থাপন করা হয়। এগুলো হলো - বয়াতি ও পালাকাল মহারাজ আবুল সরকারের অবিলম্বে নিঃশর্ত মুক্তি; মানিকগঞ্জে তার ভক্তদের ওপর হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা; সামাজিক নৈরাজ্য প্রতিরোধে রাষ্ট্রের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ; বিভিন্ন মাজারে হামলার ঘটনা প্রতিরোধ করা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আইসিইউ রোগীর ৪১ শতাংশে কাজ করছে না অ্যান্টিবায়োটিক

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান আইইডিসিআর গতকাল সোমবার তাদের মহাখালী অফিসে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ উপলক্ষে এ তথ্য তুলে ধরে।

৩ ঘণ্টা আগে

ভোট সামনে রেখে লটারিতে ৬৪ জেলার এসপি নির্ধারণ, পদায়ন শিগগিরই

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, যমুনায় লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

৩ ঘণ্টা আগে

মেট্রোরেলের কার্ড রিচার্জ অনলাইনে, ঘরে বসেই মিলবে সুবিধা

উদ্বোধনী অনুষ্ঠানে এক কর্মকর্তা বলেন, ‘আজ আমরা বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক সৃষ্টি করছি। মেট্রোরেল কর্তৃপক্ষকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। শুধু ভিশন থাকা যথেষ্ট নয়; তা বাস্তবায়নের জন্য মানসিক দৃঢ়তা ও ধৈর্য প্রয়োজন। এখানে আমরা নতুন একটি প্রযুক্তি চালু করছি, যা জনগণের স্বার্থে ডিজিটাল পেমেন্ট ব্যবস

৩ ঘণ্টা আগে

পর্যবেক্ষকদের সহযোগী হওয়ার আহ্বান সিইসি'র

সিইসি পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি দুটি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন—নতুন সংস্থাগুলোর প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা এবং পর্যবেক্ষণের জন্য নিযুক্ত ব্যক্তিরা যেন কোনো রাজনীতি বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকেন।

৪ ঘণ্টা আগে