ডাকসুর ভোট ৯ সেপ্টেম্বর

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৭: ১২
ডাকসু ভবন। ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তফসিল অনুযায়ী, এই নির্বাচনে ভোট নেওয়া হবে আগামী ৯ সেপ্টেম্বর। ১২ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে, গ্রহণ করা হবে ১৯ আগস্ট পর্যন্ত।

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

DUCSY-Election-Sceduled-Declared-On-Tuesday-29-07-2025

মঙ্গলবার ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি: রাজনীতি ডটকম

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার (৩০ জুলাই) ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকা নিয়ে আপত্তি গ্রহণ করা হবে ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। ১১ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

পরদিন ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র গ্রহণ করা হবে ১৯ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত। ২০ আগস্ট মনোনয়ন বাছাইয়ের পর ২১ আগস্ট দুপুর ১টায় প্রার্থীদেএ তালিকা প্রকাশ করা হবে।

ডাকসু নির্বাচনে বাছাইয়ে বৈধ প্রার্থীরা ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। পরদিন ২৬ আগস্ট দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর দুই সপ্তাহ প্রচারের সুযোগ পাবেন প্রার্থীরা। এরপর ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে ভোট নেওয়া হবে। সেদিনই ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রে হল সংসদ ও নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষে কেন্দ্রীয়ভাবে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। ১৯৯০ সালে ডাকসু নির্বাচনের পর প্রায় তিন দশক আর এই নির্বাচন আয়োজন করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ২০১৮ সালে কোটা আন্দোলনের পর ২০১৯ সালে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বচনে ভিপি নির্বাচিত হন কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া নুরুল হক নুর। ছয় বছর বিরতির পর ফের নির্বাচন হতে যাচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মোহাম্মদপুরের ছিনতাই চক্রের প্রধান ‘ভাগনে বিল্লাল’ গ্রেপ্তার

বিল্লালের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় সাতটি গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অপরাধের ছয়টি মামলা রয়েছে।

১ ঘণ্টা আগে

এখনও কি ফোনে আড়ি পাতছে সরকার?

২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের আগে আড়িপাতার সরঞ্জাম কেনার প্রবণতা বেড়ে গিয়েছিল, যা থেকে বোঝা যায় ভিন্নমত দমনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতেই এসব নজরদারি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

২ ঘণ্টা আগে

জুলাইয়ে সড়কে ঝরেছে ৫৩ শিশুসহ ৪১৮ প্রাণ

দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাসমূহ ঘটেছে ভোরে ৪ দশমিক ৯৬ শতাংশ, সকালে ২৯ দশমিক ৫৭ শতাংশ, দুপুরে ২১ দশমিক ৮৯ শতাংশ, বিকালে ১৭ দশমিক ১৫ শতাংশ, সন্ধ্যায় ১১ দশমিক ০৬ শতাংশ এবং রাতে ১৫ দশমিক ৩৪ শতাংশ।

২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র থেকে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ইউক্রেন

ট্রাম্পের সঙ্গে সোমবারের এ বৈঠককে এখন পর্যন্ত ‘সেরা বৈঠক’ মন্তব্য করে জেলেনস্কি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র শুধু সমন্বয়ই করবে না, নিরাপত্তা নিশ্চয়তার অংশীদারও হবে- স্পষ্ট এমন ইঙ্গিত দিচ্ছে। এটি বড় একটি অগ্রগতি বলে আমি মনে করি।’

২ ঘণ্টা আগে