গাজীপুরে বদ্ধ ঘর থেকে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৯: ৪৪
প্রতীকী ছবি

গাজীপুরে একটি ফ্ল্যাটের দরজা বদ্ধ ঘর থেকে শাহানা বেগম (৫৭) নামে প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) মহানগরীর পূবাইল থানাধীন মাঝুখান (পশ্চিম পাড়া) এলাকার ‘ফাগুনী’ ভবনের দ্বিতীয় তলার একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহানা বেগম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকার আবদুল কাদের খানের স্ত্রী।

নিহতের ছেলে তাওসিফ আহমেদ খান জানান, প্রায় চার বছর ধরে তার মা গাজীপুরের পূবাইল থানাধীন মাঝুখান এলাকার সাইফুল ইসলামের বাসার দ্বিতীয় তলায় একটি কক্ষে ভাড়া থেকে বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ওই বাসায় তিনি একাই থাকতেন।

শাহানা বেগম হৃদরোগে আক্রান্ত এবং হার্টে রিং পড়ানো ছিল। গত ৩-৪ দিন তাকে ঘর থেকে বের না হতে দেখে এবং সাড়া-শব্দ না পেয়ে বাড়ির মালিক ও প্রতিবেশিরা থানায় খবর দেয়। সকাল ১০টার দিকে পুলিশ ভিতর থেকে আটকানো ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হোসেন জানান, পুলিশ ঘরের দরজা ভেঙে শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ৩-৪ দিন আগে মৃত্যুবরণ করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রাথমিক ‘বৃত্তি পরীক্ষা’ স্থগিত

রিট আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ গণমাধ্যমকে বলেন, ‘আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বেসরকারি স্কুলের লাখ লাখ শিক্ষার্থীকে এই প্রতিযোগিতা থেকে বাইরে রাখা হয়েছে। এটি আইনের পরিপন্থি। আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে এই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন।’

৩ ঘণ্টা আগে

বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ পর্যন্ত

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি। চলবে ১৫ মার্চ পর্যন্ত।

৩ ঘণ্টা আগে

‘বাংলাদেশের নির্বাচন কেমন হবে তা নিয়ে ভারতের উপদেশ অগ্রহণযোগ্য’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এই সরকারের শুরুর প্রথম দিন থেকেই বলে আসছি, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আমরা করতে চাই। এখন ভারত আমাদের এই পরামর্শ দিচ্ছে। গত ১৫ বছরে এখানে সুষ্ঠু নির্বাচন হয়নি। তখন তো ভারত কোনো কথা বলেনি। এখন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভারতের কাছ থেকে কোনো নসিহতের দরকার নে

৩ ঘণ্টা আগে

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

৩ ঘণ্টা আগে