
ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করেছেন দুটি অনুষদের শিক্ষার্থীরা। ‘কম্বাইন্ড (সমন্বিত) ডিগ্রির দাবি’ পূরণ না হওয়ায় তারা শিক্ষকদের অবরুদ্ধ করেন।
রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষকদের অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। সন্ধ্যা পর্যন্তও শিক্ষকেরা সেখানে অবরুদ্ধ ছিলেন।
শিক্ষার্থীরা বলছেন, বাকৃবির পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা বিএসসি ইন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি নামে ‘কম্বাইন্ড ডিগ্রি’র দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন। এর মধ্যে রোববার সকাল ১১টায় ছিল একাডেমিক কাউন্সিলের সভা।
জানা গেছে, ওই সভায় কম্বাইন্ড ডিগ্রি চালুর পাশাপাশি পশুপালন ও ভেটেরিনারি ডিগ্রিও আলাদাভাবে চালু রাখার সিদ্ধান্ত হয়। বাকৃবির পশুপালন ও ভেটেরিনারি অনুষদের আন্দোলনরত শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি।
শিক্ষার্থীরা জানান, একাডেমিক কাউন্সিলের সভা শেষে শিক্ষকরা তিন ডিগ্রির ঘোষণা দিলে শিক্ষার্থীরা এর বিরোধিতা করেন। তারা ‘এক পেশায় এক ডিগ্রি’ তথা সমন্বিত ডিগ্রির দাবিতে সভাস্থল জয়নুল আবেদিন মিলনায়তনে তালা ঝুলিয়ে দেন। এতে একাডেমিক কাউন্সিলের সভায় অংশ নেওয়া বাকৃবি উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়াসহ সব অনুষদের দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন।
বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসাদুজ্জামান সরকার বলেন, পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত ডিগ্রির দাবি মেনে নেওয়া হয়েছে। সমন্বিত ডিগ্রির কোর্স কারিকুলাম প্রণয়ন করতে ডিন কাউন্সিলের আহ্বায়ককে প্রধান করে চার সদস্যের কমিটিও করা হয়েছে।
আসাদুজ্জামান সরকার আরও বলেন, সিদ্ধান্ত হয়েছে, আগামী সেশন থেকে কম্বাইন্ড কোর্সে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। আর এবার যারা ভর্তি হয়েছে, তাদের চাইলে ভেটেরিনারি বা পশুপালন বা সমন্বিত ডিগ্রি বাছাই করে নিতে পারবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দুই অনুষদকে এক করতে পারবেন না। দুই অনুষদ মিলিতভাবে কম্বাইন্ড ডিগ্রি দেবে ও ধারাবাহিকভাবে দুই অনুষদ থেকেই ডিন হবে।
একাডেমিক কাউন্সিলের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকরা এখন যে তিনটি ডিগ্রি রাখতে চাইছেন, তাতে ভবিষ্যতে সমস্যা আরও বাড়বে। আমাদের একটাই কথা— এক পেশায় একটাই ডিগ্রি থাকবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করেছেন দুটি অনুষদের শিক্ষার্থীরা। ‘কম্বাইন্ড (সমন্বিত) ডিগ্রির দাবি’ পূরণ না হওয়ায় তারা শিক্ষকদের অবরুদ্ধ করেন।
রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষকদের অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। সন্ধ্যা পর্যন্তও শিক্ষকেরা সেখানে অবরুদ্ধ ছিলেন।
শিক্ষার্থীরা বলছেন, বাকৃবির পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা বিএসসি ইন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি নামে ‘কম্বাইন্ড ডিগ্রি’র দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন। এর মধ্যে রোববার সকাল ১১টায় ছিল একাডেমিক কাউন্সিলের সভা।
জানা গেছে, ওই সভায় কম্বাইন্ড ডিগ্রি চালুর পাশাপাশি পশুপালন ও ভেটেরিনারি ডিগ্রিও আলাদাভাবে চালু রাখার সিদ্ধান্ত হয়। বাকৃবির পশুপালন ও ভেটেরিনারি অনুষদের আন্দোলনরত শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি।
শিক্ষার্থীরা জানান, একাডেমিক কাউন্সিলের সভা শেষে শিক্ষকরা তিন ডিগ্রির ঘোষণা দিলে শিক্ষার্থীরা এর বিরোধিতা করেন। তারা ‘এক পেশায় এক ডিগ্রি’ তথা সমন্বিত ডিগ্রির দাবিতে সভাস্থল জয়নুল আবেদিন মিলনায়তনে তালা ঝুলিয়ে দেন। এতে একাডেমিক কাউন্সিলের সভায় অংশ নেওয়া বাকৃবি উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়াসহ সব অনুষদের দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন।
বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসাদুজ্জামান সরকার বলেন, পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত ডিগ্রির দাবি মেনে নেওয়া হয়েছে। সমন্বিত ডিগ্রির কোর্স কারিকুলাম প্রণয়ন করতে ডিন কাউন্সিলের আহ্বায়ককে প্রধান করে চার সদস্যের কমিটিও করা হয়েছে।
আসাদুজ্জামান সরকার আরও বলেন, সিদ্ধান্ত হয়েছে, আগামী সেশন থেকে কম্বাইন্ড কোর্সে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। আর এবার যারা ভর্তি হয়েছে, তাদের চাইলে ভেটেরিনারি বা পশুপালন বা সমন্বিত ডিগ্রি বাছাই করে নিতে পারবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দুই অনুষদকে এক করতে পারবেন না। দুই অনুষদ মিলিতভাবে কম্বাইন্ড ডিগ্রি দেবে ও ধারাবাহিকভাবে দুই অনুষদ থেকেই ডিন হবে।
একাডেমিক কাউন্সিলের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকরা এখন যে তিনটি ডিগ্রি রাখতে চাইছেন, তাতে ভবিষ্যতে সমস্যা আরও বাড়বে। আমাদের একটাই কথা— এক পেশায় একটাই ডিগ্রি থাকবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, গির্জা লক্ষ্য করে কে বা কারা দুটি হাতবোমা ছুড়ে মেরেছিল। এর মধ্যে একটি হাতবোমা বিস্ফোরিত হয়, অন্যটি অবিষ্ফোরিত অবস্থায় ছিল।
৪ ঘণ্টা আগে
আসিফ মাহমুদ বলেন, আমরা দেখেছি—যারা সংস্কারের কথা সবচেয়ে বেশি বলত, ৫ আগস্টের পরে তারা কেন জানি সংস্কারবিরোধী রাজনীতিতে ঢুকে গেল। আমরা আসলে জানি না এই সংস্কারবিরোধী রাজনীতির আউটকামটা তাদের জন্য কী? আমাদের দেশের জন্য তো অবশ্যই ক্ষতি, কিন্তু তাদের জন্য কোন দিক দিয়ে সফলতা বয়ে আনছে, এটা আমি আসলে বুঝতে
১৭ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে সুপারিশ পাওয়া সহকারী শিক্ষকরা এ আন্দোলন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন। সদ্য নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকের প্রতিনিধি মো. মহিব উল্লাহ শিক্ষকদের এ আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন।
১৯ ঘণ্টা আগে
তিনি বলেন, অব্যাহত প্রতিশ্রুতি, পেশাদারি এবং উদ্ভাবনের চেতনার মাধ্যমে আইডিইবি’র সদস্যরা আমাদের জাতি গঠনের প্রচেষ্টার অগ্রভাগে থাকবেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং আমাদের জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি।
২০ ঘণ্টা আগে