
প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে থাকা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, বিসিবির আট পরিচালক ফারুকের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদনও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।
যদিও ফারুক আহমেদ এনএসসির মনোনীত পরিচালক ছিলেন, তার অবস্থান ছিল পরিচালকদের মাধ্যমে নির্বাচিত। তবে তিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। বিসিবির গঠনতন্ত্রে সভাপতিকে অপসারণের বিষয়টি স্পষ্ট না থাকায় এই সিদ্ধান্তে একটি অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। তাছাড়া বিসিবি সভাপতি হওয়ার জন্য পরিচালকের পদ অপরিহার্য, ফলে ফারুক পরিচালকের পদে না থাকলে সভাপতির পদেও তার অবস্থান প্রশ্নের মুখে পড়ে।
এমন পরিস্থিতিতে ফারুকের স্থলাভিষিক্ত হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম আলোচনায় এসেছে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ তাকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, “শেখ হামিম হাসানের পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।”
শেখ হামিম হাসান ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক (প্রশাসন)। ২০২১ সালে বিসিবি নির্বাচনে তিনি এনএসসির কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরজনিত কারণে বর্তমানে তিনি আর পরিষদের সঙ্গে সম্পৃক্ত নন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদ পাঁচজন কাউন্সিলর মনোনয়ন দিতে পারে।
ফারুক আহমেদের পরিচালক পদ বাতিলের প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, বুলবুলকেই ওই পরিচালক পদের জন্য পরবর্তী মনোনয়ন দেওয়া হতে পারে। তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর পরিবর্তনের বিষয়টি পরিচালনা পর্ষদের সভায় অনুমোদনের বিষয়। বুলবুলের কাউন্সিলর হিসেবে স্বীকৃতি পেতে হলে সেই সভায় আনুষ্ঠানিকভাবে বিষয়টি অনুমোদন পেতে হবে।
এখন দেখার বিষয়, সেই গুরুত্বপূর্ণ বোর্ড সভায় সভাপতিত্ব করবেন কে—এবং বিসিবির নেতৃত্বে নতুন করে কি কোনো পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে থাকা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, বিসিবির আট পরিচালক ফারুকের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদনও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।
যদিও ফারুক আহমেদ এনএসসির মনোনীত পরিচালক ছিলেন, তার অবস্থান ছিল পরিচালকদের মাধ্যমে নির্বাচিত। তবে তিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। বিসিবির গঠনতন্ত্রে সভাপতিকে অপসারণের বিষয়টি স্পষ্ট না থাকায় এই সিদ্ধান্তে একটি অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। তাছাড়া বিসিবি সভাপতি হওয়ার জন্য পরিচালকের পদ অপরিহার্য, ফলে ফারুক পরিচালকের পদে না থাকলে সভাপতির পদেও তার অবস্থান প্রশ্নের মুখে পড়ে।
এমন পরিস্থিতিতে ফারুকের স্থলাভিষিক্ত হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম আলোচনায় এসেছে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ তাকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, “শেখ হামিম হাসানের পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।”
শেখ হামিম হাসান ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক (প্রশাসন)। ২০২১ সালে বিসিবি নির্বাচনে তিনি এনএসসির কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরজনিত কারণে বর্তমানে তিনি আর পরিষদের সঙ্গে সম্পৃক্ত নন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদ পাঁচজন কাউন্সিলর মনোনয়ন দিতে পারে।
ফারুক আহমেদের পরিচালক পদ বাতিলের প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, বুলবুলকেই ওই পরিচালক পদের জন্য পরবর্তী মনোনয়ন দেওয়া হতে পারে। তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর পরিবর্তনের বিষয়টি পরিচালনা পর্ষদের সভায় অনুমোদনের বিষয়। বুলবুলের কাউন্সিলর হিসেবে স্বীকৃতি পেতে হলে সেই সভায় আনুষ্ঠানিকভাবে বিষয়টি অনুমোদন পেতে হবে।
এখন দেখার বিষয়, সেই গুরুত্বপূর্ণ বোর্ড সভায় সভাপতিত্ব করবেন কে—এবং বিসিবির নেতৃত্বে নতুন করে কি কোনো পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

এদিকে ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে একজনকে আটক করা হয়েছে। গতকাল রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়।
৩ ঘণ্টা আগে
আসিফ মাহমুদ সজীব বলেন, দেশকে মেধাহীন করার ঘৃণ্য ষড়যন্ত্র করছে পাকিস্তানি বাহিনী এবং তাদের এ দেশীয় দোসররা। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন অনুযায়ী স্বাধীনতার ৫৪ বছর পরও তাদের প্রাপ্তি এখনো সীমিত।
৩ ঘণ্টা আগে
নোটিশে তিনি উল্লেখ করেছেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলাসহ বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন স্থানে শত শত পরিত্যক্ত নলকূপ এখনও অরক্ষিত অবস্থায় রয়েছে, যা জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
৪ ঘণ্টা আগে
ইসির বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীগণ, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভো
৪ ঘণ্টা আগে