সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৮: ৪৭
সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

জনতা ব্যাংক থেকে চারটি পৃথক গার্মেন্টস প্রতিষ্ঠানের নামে ইডিএফ সুবিধাসহ মোট ৩৩ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২ হাজার ৮৫৮ কোটি টাকা) অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান ফজলুর রহমানসহ ৩৪ ব্যক্তির বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে দুদক’র প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহা-পরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, এদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও পরস্পর যোগসাজশে ভুয়া ও নতুন প্রতিষ্ঠান ব্যবহার করে ইডিএফ সুবিধাসহ ঋণ গ্রহণ, বিবি এলসি’র মাধ্যমে ভুয়া আমদানি-রফতানি দেখিয়ে অ্যাকোমোডেশন বিল তৈরি এবং আত্মসাৎকৃত অর্থ হস্তান্তর, রূপান্তর ও লেয়ারিংয়ের মাধ্যমে মানিলন্ডারিংয়ের প্রমাণ পাওয়া গেছে।

উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে পাঁচ সদস্যের অনুসন্ধানকারী দল এ সব অভিযোগের অনুসন্ধান করে।

অনুসন্ধান অনুযায়ী, ইয়েলো অ্যাপারেলস লিমিটেড নামের একটি নতুন প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ মঞ্জুর ও প্রদানপূর্বক বিবি এলসি’র মাধ্যমে নিজেদের মধ্যে পণ্য আমদানি-রফতানি দেখিয়ে প্রায় ৭০০ বার অ্যাকোমোডেশন বিল তৈরি করে ৪৮৯ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১৬ দশমিক ৩১ কোটি টাকা, আত্মসাত করা হয়। এ ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া পিংক মেকার লিমিটেড-এর নামে একই কৌশলে ৭৯ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৬৭৫ দশমিক ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০ জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়।

অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড নামীয় প্রতিষ্ঠানের মাধ্যমে বিবি এলসি ব্যবহার করে প্রায় ৮৪ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১৯ দশমিক ১৫ কোটি টাকা, আত্মসাতের ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, বে সিটি অ্যাপারেলস লিমিটেড নামীয় ভুয়া প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ সুবিধা দিয়ে ১২৩ দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১ হাজার ৪৭ কোটি টাকা, আত্মসাত ও মানি লন্ডারিংয়ের অভিযোগে ২৭ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

চারটি মামলাতেই প্রাথমিক অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সালমান ফজলুর রহমান ও তার ভাই এ.এস.এফ. রহমানের।

এছাড়া বেক্সিমকো লিমিটেডের পরিচালক ইকবাল আহমেদ, ওসমান কায়সার চৌধুরী, এ.বি. সিদ্দিকুর রহমান, মাসুদ ইকরামুল্লাহ খান, শাহ মঞ্জুরুল হক ও রীম এইচ. শামসুদ্দোহাসহ সংশ্লিষ্ট পোশাক শিল্পপ্রতিষ্ঠানের মালিকরা এবং জনতা ব্যাংকের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা অভিযুক্ত তালিকায় রয়েছেন।

দুদক জানায়, এ সব মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪৭৭(এ/৩) ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫)-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিইআরসির সঙ্গে বৈঠক, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

বৈঠকে ব্যবসায়ীরা তিনটি দাবি উত্থাপন করেন— সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করতে হবে, বিতরণ ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়াতে হবে, এবং এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহের নিশ্চয়তা দিতে হবে।

২ ঘণ্টা আগে

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির খসড়া তৈরি হয়েছে: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আইন মন্ত্রণালয় জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

২ ঘণ্টা আগে

ভারতীয়দের পর্যটক ভিসা সেবা ‘সীমিত’ করল বাংলাদেশ

এর আগে দিল্লির দূতাবাস ও আগরতলায় সহাকারী হাইকমিশনারের কার্যালয়ে ভিসা সেবা বন্ধ করে বাংলাদেশ। এখন কেবল গুয়াহাটির সহকারী হাইকমিশনারের কার্যালয় থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু থাকল।

২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের মিশিগানে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ

হ্যামট্র্যামিক সিটির জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাবটি সম্প্রতি সিটি কাউন্সিল অনুমোদন দেয়। প্রবাসীদের মতে, এটি কেবল একটি সড়কের নতুন পরিচয় নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের এক আন্তর্জাতিক দলিল।

৩ ঘণ্টা আগে