৭২ ঘণ্টার সতর্কবার্তা, তাপপ্রবাহ হতে পারে তীব্র

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

বৈশাখের শেষ ভাগে এসে খরতাপে পুড়ছে দেশ। অন্তত ৪৫ জেলায় বয়ে চলেছে তাপপ্রবাহ। এর মধ্যে আবহাওয়া অফিস ৭২ ঘণ্টার জন্য সারা দেশে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে। বলা হয়েছে, এ সময়ে কোনো কোনো অঞ্চলে তাপপ্রবাহ তীব্র হয়ে উঠতে পারে।

শুক্রবার (৯ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তর এই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও তা তীব্র তাপপ্রবাহ আকারে বিরাজ করতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে থাকলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রি পেরিয়ে গেলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

এ দিন সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসেও দেশের তাপমাত্রা বৃদ্ধির আভাস দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা রাজনীতি ডটকমকে বলেন, তাপপ্রবাহ পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। এরপর সারা দেশেই তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

এর আগে বৃহস্পতিবারের তথ্য বলছে, দেশের ৪৫ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলছে। এ দিন রংপুর, দিনাজপুর, নীলফামারী, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল, পটুয়াখালী জেলা এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়, ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ দিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু: জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি সরকারের

নির্বাচনী প্রচারণায় ভোটারদের সঙ্গে শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে সম্পৃক্ত হওয়াই কাম্য। মূলত শান্ত পরিবেশ, শৃঙ্খলা এবং গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভরশীল।

৮ ঘণ্টা আগে

ঘরে বসেই সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণের আবেদন, সময়সীমাও বাড়াল

সংশোধিত বিধিমালায় এই পরিবর্তন যুক্ত করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, দুর্ঘটনায় আহত ব্যক্তি অথবা নিহতের পরিবারের সদস্যরা দুর্ঘটনার তারিখ থেকে ৯০ দিনের মধ্যে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন।

৯ ঘণ্টা আগে

জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রদূত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

১০ ঘণ্টা আগে

উত্তরার আগুন নিয়ন্ত্রণে

তিনি জানান, বুধবার বিকেল ৫টা ৩৮ মিনিটে ১১ নম্বর সেক্টরের ওই কাঁচাবাজারে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

১ দিন আগে