৭২ ঘণ্টার সতর্কবার্তা, তাপপ্রবাহ হতে পারে তীব্র

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৪: ৩৩
ছবি : সংগৃহীত

বৈশাখের শেষ ভাগে এসে খরতাপে পুড়ছে দেশ। অন্তত ৪৫ জেলায় বয়ে চলেছে তাপপ্রবাহ। এর মধ্যে আবহাওয়া অফিস ৭২ ঘণ্টার জন্য সারা দেশে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে। বলা হয়েছে, এ সময়ে কোনো কোনো অঞ্চলে তাপপ্রবাহ তীব্র হয়ে উঠতে পারে।

শুক্রবার (৯ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তর এই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও তা তীব্র তাপপ্রবাহ আকারে বিরাজ করতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে থাকলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রি পেরিয়ে গেলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

এ দিন সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসেও দেশের তাপমাত্রা বৃদ্ধির আভাস দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা রাজনীতি ডটকমকে বলেন, তাপপ্রবাহ পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। এরপর সারা দেশেই তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

এর আগে বৃহস্পতিবারের তথ্য বলছে, দেশের ৪৫ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলছে। এ দিন রংপুর, দিনাজপুর, নীলফামারী, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল, পটুয়াখালী জেলা এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়, ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ দিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একদিনে আরও ৩১৭ জনের ডেঙ্গু শনাক্ত

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১২ হাজার ২৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫ জনের।

৩ ঘণ্টা আগে

'এই বিপ্লব সফল হয়েছে সব পেশাজীবী মানুষের রক্ত-ঘামের বিনিময়ে'

অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘এই বিপ্লব সফল হয়েছে সব পেশাজীবী, শ্রমজীবী মানুষের রক্ত-ঘামের বিনিময়ে।’

৫ ঘণ্টা আগে

মব সহিংসতায় জড়িতদের কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

মব সহিংসতার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”

৬ ঘণ্টা আগে

উখিয়ায় ৪ বছরের মেয়েকে হত্যা, বাবা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালীতে ‘নেশার টাকার’ জন্য স্ত্রীর সঙ্গে কলহের জেরে চার বছরের মেয়েকে হত্যার অভিযোগে এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৯ ঘণ্টা আগে