এবার কর্কশিট দিয়ে তৈরি করা হলো ‘স্বৈরাচারের প্রতিকৃতি’

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২০: ১২

বাংলা নববর্ষের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের তৈরি ফ্যাসিবাদবিরোধী প্রতিকৃতি আগুনে পুড়ে যাওয়ার পর তা আবার তৈরি করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে এবার কর্কশিট ও হালকা বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে এই প্রতিকৃতি।

পহেলা বৈশাখের মাত্র এক দিন আগে শনিবার (১২ এপ্রিল) ভোরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে যায় চারুকলার ফ্যাসিবাদবিরোধী প্রতিকৃতি। তা সত্ত্বেও শোভাযাত্রায় এই প্রতিকৃতির উপস্থিতি নিশ্চিত করতেই নতুন করে সেটি তৈরি করা হচ্ছে।

রোববার (১৩ এপ্রিল) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানান, এই প্রতিকৃতি শুধু একটি শিল্পকর্ম নয়, এটি একটি প্রতীক, যা অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থানের বার্তা দেয়।

এর আগে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, ফ্যাসিবাদের দোসররাই ওই প্রতিকৃতিতে আগুন দিয়েছে।

পরে রোববার আগুন দেওয়ার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ আলোচনায় আসে। ওই ফুটেজে মাস্ক পরা যে তরুণকে দেখা যায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী কর্মী বলে ধারণা ওই বিভাগের শিক্ষার্থীদের।

ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, আমাদেরও মনে হয়েছে ওই ছেলে (আরবি বিভাগের শিক্ষার্থী) হয়ে থাকতে পারে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। এখন তদন্ত চলছে।

এবারের নববর্ষের শোভাযাত্রায় এই প্রতিকৃতি নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে নানা মহল থেকে। বাঁশ-বেতের কাঠামো দিয়ে তৈরি ফ্যাসিবাদবিরোধী সেই প্রতিকৃতির সঙ্গে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সরকারের প্রধান শেখ হাসিনার মুখাবয়বের মিল থাকায় শোভাযাত্রার রাজনীতিকরণ নিয়েও প্রশ্ন ওঠে। কেউ অপরাধ করে থাকলেও বিমানবিকীকরণ না করে বিচার নিশ্চিত করার তাগিদ দেন অনেকে।

এবারের শোভাযাত্রার নাম নিয়েও অবশ্য প্রশ্ন রয়েছে। ‘আনন্দ শোভাযাত্রা’ নামে ১৯৮৯ সালে শুরু হলেও পহেলা বৈশাখে ঢাবির চারুকলা বিভাগের এই শোভাযাত্রা তিন দশকেরও বেশি সময় ধরে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে আয়োজিত হয়ে এসেছে। এর মধ্যে ২০১৬ সালে ইউনেস্কোর অপরিমেয় বিশ্ব সংস্কৃতি হিসেবে স্বীকৃতি পায় এই মঙ্গল শোভাযাত্রা। তবে এ বছর এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা।

ঢাবি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এ বিষয়ে জানান, শুরুতে বর্ষবরণ ছিল আনন্দ শোভাযাত্রা। আগে যেভাবে হয়েছিল, সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল, তা বিশ্লেষণের বিষয়। পরে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কী ঘটেছে এ জন্য পরিবর্তন নয়, পুনরুদ্ধার বলছি আনন্দ শোভাযাত্রাকে।

গত কয়েক বছর ধরেই ইসলামপন্থি বিভিন্ন দল ও সংগঠন অবশ্য ‘মঙ্গল শোভাযাত্রা’র মঙ্গল শব্দটি নিয়ে আপত্তি জানিয়ে আসছে। তাদের দৃষ্টিতে, এই শোভাযাত্রা ধারণাটিই হিন্দু ধর্মীয় সংস্কৃতি থেকে এসেছে। প্রতিবছরই পহেলা বৈশাখের আগে আগে এ নিয়ে নানা তর্ক-বিতর্ক ছড়িয়ে পড়ে। এবারও কোনো কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল ‘মঙ্গল’ শব্দটি নিয়ে আপত্তি তুলেছে। এসব চাপ থেকেই এবার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে কি না, সে প্রশ্নও তুলেছেন অনেকে।

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনকে ‘হাস্যকর’ অভিহিত করে চারুকলার প্রথম শোভাযাত্রা আয়োজনের সঙ্গে যুক্ত চারুকলার সাতাশি ব্যাচের শিক্ষার্থী নাজিব তারেক বলেন, একটি নাম যেখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আন্তর্জাতিক পরিসরে যার পরিচিতি ঘটেছে, এখন সেই নামটা পরিবর্তনের প্রয়োজন কেন পড়ল? এর ফলে ‘ক্রেডিবিলিটি’ (বিশ্বাসযোগ্যতা) হারানোর শঙ্কা রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওসমান হাদির মৃত্যুতে যা বলল জাতিসংঘ

তিনি বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনের বিশিষ্ট নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর গতকাল সিঙ্গাপুরে চিকিৎসধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাদি।

৩ ঘণ্টা আগে

সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সীমান্ত উত্তেজনা ও পুশইন রোধসহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে।

৩ ঘণ্টা আগে

উদীচীর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা গেছে।

৩ ঘণ্টা আগে

শাহবাগে অবস্থান কর্মসূচি আজকের মতো সমাপ্ত ঘোষণা

রাত সাড়ে নয়টার দিকে এই ঘোষণার পর মঞ্চে থাকা নেতারা শাহবাগ ত্যাগ করলেও এখনও অনেকেই ওই এলাকায় অবস্থান করছেন। কোনো স্লোগান বা বক্তব্য অবশ্য দেওয়া হচ্ছে না।

৪ ঘণ্টা আগে