কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
গ্রেপ্তার ইমাম শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, ওই কিশোরীকে ভয় দেখিয়ে দুই দিন ধর্ষণ করেছেন ইমাম। প্রথম দিন কিশোরী ভয়ে কাউকে কিছু না বললেও দ্বিতীয় দিন ধর্ষণের শিকার হওয়ার পর আর সে কথা চেপে রাখতে পারেনি।

রোববার (৯ মার্চ) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তর পাড়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমাম শফিকুর রহমান সিলেটের গোয়াইন ঘাট এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রমজানের শুরু থেকেই ছাতক উপজেলার বনগাঁও উত্তর পাড়া মসজিদে দারুল কেরাত পড়তে যায় ছাতকের ওই কিশোরী। এর মধ্যে গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জোহরের নামাজের বিরতির সময় অন্য শিক্ষার্থীরা মসজিদ থেকে চলে গেলে ইমাম শফিকুর ওই কিশোরীকে বিশেষ কাজ আছে বলে থাকতে বলেন এবং নিজের কক্ষে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনা কাউকে বললে ওই কিশোরীকে প্রাণে হত্যা করার হুমকি দিয়েছিলেন ইমাম শফিকুর। পরে শনিবার (৮ মার্চ) ফের ওই কিশোরীকে ধর্ষণ করেন তিনি। এবার ওই কিশোরী বাড়িতে ফিরে পরিবারের বিষয়টি জানায়।

জানতে পেরে রোববার বিকেলে ওই কিশোরীর খালা বাদী হয়ে ছাতক থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই ইমাম শফিকুরকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুখলেচুর রহমান আকন্দ বলেন, এক কিশোরীরে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৭ জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট

ডিএমপি কমিশনার জানান, এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কুশীলবদের শনাক্ত করতে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে এবং তদন্তে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

৮ ঘণ্টা আগে

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ

এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। নবনিযুক্ত এই প্রধান বিচারপতি বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি গতকাল শনিবারই অবসরে গেছেন।

৮ ঘণ্টা আগে

দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভোটের গাড়ি’ দেশজুড়ে সফর করছে। এর মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

মায়ের জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান

তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পাতায় পোস্ট দিয়ে বলা হয়েছিলো "বাংলাদেশর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন।

৮ ঘণ্টা আগে