top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত ৭ রোহিঙ্গাসহ ৯

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত ৭ রোহিঙ্গাসহ ৯
বালুখালীর পানবাজার ও হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের পর উদ্ধারকাজ চলছে। ছবি : সংগৃহীত

ভারী বর্ষণের ফলে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে সাত রোহিঙ্গাসহ নয়জন নিহত হয়েছেন। বুধবার (১৯ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গাদের মধ্যে রয়েছেন ৮ নম্বর শিবিরে দুইজন, ৯ নম্বর শিবিরে দুইজন, ১০ নম্বর শিবিরে একই পরিবারের চারজন ও ১৪ নম্বর শিবিরে একজন।

১০ নম্বর শিবিরের নিহত ব্যক্তিরা হলেন; আবু মেহের (২৫), শাহানা (২২), আবুল কালাম (৫০) ও সেলিমা খাতুন (৪৫)।

৯ নম্বর শিবিরে নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ হোসেন (৫০) ও আনোয়ারা বেগম (১৮)।

৮ ও ১৪ নম্বর শিবিরে নিহত ব্যক্তিদের সবার নাম নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তিদের মধ্যে ৮ নম্বর শিবিরে একজন স্থানীয় বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। অপর বাংলাদেশির নাম–পরিচয়ও জানা যায়নি।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক আমির জাফর বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশের নাগরিক। অন্য সাতজন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

সাংবাদিকদের তিনি বলেন, বালুখালীর পানবাজার ও হাকিমপাড়া ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় উদ্ধারকাজ চলছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) অলক বিশ্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের একাধিক স্থানে একাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

r1 ad
r1 ad