
প্রতিবেদক, রাজনীতি ডটকম

যত দ্রুতসম্ভব অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ করতে চান বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেছেন, সরকারের উপদেষ্টা হিসেবে যে দায়িত্ব নিয়েছেন তা শেষ করে বিদায় নিতে পারলে স্বস্তি পাবেন।
রাজনৈতিক দলগুলো সরকারের কার্যক্রমে খুশি— এমন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, আমি যখন উনাদের (রাজনৈতিক দলের প্রতিনিধিরা) সঙ্গে কথা বলি, মনে হয় উনারা আমাদের কার্যক্রমে খুবই খুশি আছেন। অন্তত বিএনপি আর জামায়াতকে (সন্তুষ্ট) মনে হয়। আমরা এটা নিয়ে বিচলিত না। আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি, বাঁচব— এ রকম একটা অবস্থায় আছি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। এ দিন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই ব্রিফিংয়ে অংশ নেন তিনি।
রাজনৈতিক দলগুলো দীর্ঘ দিন ধরেই উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যকে নিয়ে প্রশ্ন তুলে আসছে। এর মধ্যে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি ও জামায়াতে ইসলামী— দুই দলের প্রতিনিধরাই কিছু কিছু উপদেষ্টাকে ‘বিতর্কিত’ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, নির্বাচনের আগে এসব উপদেষ্টাকে সরকার থেকে সরে দাঁড়াতে হবে।
রাজনৈতিক দলগুলোর এ অবস্থানকে ‘কৌশলগত’ বলে মনে করছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, উনারা কিছুদিন পরপরই এ ধরনের কথা বলেন। কিন্তু আমাদের সবার সঙ্গে উনাদের এত আন্তরিক সম্পর্ক, আপনারা যদি দেখতেন অবাক হয়ে যেতেন। আমরা মনে করি, এটা হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে।
আসিফ নজরুল বলেন, আমরা এগুলো নিয়ে নিজেরা নিজেরা কথা বলি আর ভাবি, আসলে উনারা কী বলতে চান। আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে— বিএনপি, জামায়াত, এনিসিপি— এনসিপি মানে তখনকার ছাত্রনেতারা, প্রত্যেকের ব্যাপারে উনাদের সম্মতি ছিল। এটুকই আমি জানি।
উপদেষ্টা পরিষদের বৈঠকের তথ্য তুলে ধরে আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে শ্রম আইন এবং নির্বাচন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের ব্যাপারে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা।

যত দ্রুতসম্ভব অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ করতে চান বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেছেন, সরকারের উপদেষ্টা হিসেবে যে দায়িত্ব নিয়েছেন তা শেষ করে বিদায় নিতে পারলে স্বস্তি পাবেন।
রাজনৈতিক দলগুলো সরকারের কার্যক্রমে খুশি— এমন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, আমি যখন উনাদের (রাজনৈতিক দলের প্রতিনিধিরা) সঙ্গে কথা বলি, মনে হয় উনারা আমাদের কার্যক্রমে খুবই খুশি আছেন। অন্তত বিএনপি আর জামায়াতকে (সন্তুষ্ট) মনে হয়। আমরা এটা নিয়ে বিচলিত না। আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি, বাঁচব— এ রকম একটা অবস্থায় আছি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। এ দিন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই ব্রিফিংয়ে অংশ নেন তিনি।
রাজনৈতিক দলগুলো দীর্ঘ দিন ধরেই উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যকে নিয়ে প্রশ্ন তুলে আসছে। এর মধ্যে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি ও জামায়াতে ইসলামী— দুই দলের প্রতিনিধরাই কিছু কিছু উপদেষ্টাকে ‘বিতর্কিত’ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, নির্বাচনের আগে এসব উপদেষ্টাকে সরকার থেকে সরে দাঁড়াতে হবে।
রাজনৈতিক দলগুলোর এ অবস্থানকে ‘কৌশলগত’ বলে মনে করছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, উনারা কিছুদিন পরপরই এ ধরনের কথা বলেন। কিন্তু আমাদের সবার সঙ্গে উনাদের এত আন্তরিক সম্পর্ক, আপনারা যদি দেখতেন অবাক হয়ে যেতেন। আমরা মনে করি, এটা হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে।
আসিফ নজরুল বলেন, আমরা এগুলো নিয়ে নিজেরা নিজেরা কথা বলি আর ভাবি, আসলে উনারা কী বলতে চান। আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে— বিএনপি, জামায়াত, এনিসিপি— এনসিপি মানে তখনকার ছাত্রনেতারা, প্রত্যেকের ব্যাপারে উনাদের সম্মতি ছিল। এটুকই আমি জানি।
উপদেষ্টা পরিষদের বৈঠকের তথ্য তুলে ধরে আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে শ্রম আইন এবং নির্বাচন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের ব্যাপারে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা।

এ ছাড়া তফসিলসহ ১০টি বিষয়ে সভার আলোচ্যসূচি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য তফসিলের আগের ও পরের কার্যক্রমগুলো, গণভোট আয়োজনসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা, মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময়, সমন্বয় সংক্রান্ত বিষয় ইত্যাদি।
১৫ ঘণ্টা আগে
কর্মশালায় “গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধনীসহ), নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ (সর্বশেষ সংশোধনীসহ) এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর পরিচিতি” বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন।
১৫ ঘণ্টা আগে
প্রণয় ভার্মা বলেন, ‘আমরা কেউ একাকী সমৃদ্ধি আনতে পারব না। তাই পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।’
১৫ ঘণ্টা আগে
শনিবার (৬ ডিসেম্বর) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেন তিনি।
১৭ ঘণ্টা আগে