দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি, বাঁচব: আসিফ নজরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

যত দ্রুতসম্ভব অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ করতে চান বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেছেন, সরকারের উপদেষ্টা হিসেবে যে দায়িত্ব নিয়েছেন তা শেষ করে বিদায় নিতে পারলে স্বস্তি পাবেন।

রাজনৈতিক দলগুলো সরকারের কার্যক্রমে খুশি— এমন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, আমি যখন উনাদের (রাজনৈতিক দলের প্রতিনিধিরা) সঙ্গে কথা বলি, মনে হয় উনারা আমাদের কার্যক্রমে খুবই খুশি আছেন। অন্তত বিএনপি আর জামায়াতকে (সন্তুষ্ট) মনে হয়। আমরা এটা নিয়ে বিচলিত না। আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি, বাঁচব— এ রকম একটা অবস্থায় আছি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। এ দিন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই ব্রিফিংয়ে অংশ নেন তিনি।

রাজনৈতিক দলগুলো দীর্ঘ দিন ধরেই উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যকে নিয়ে প্রশ্ন তুলে আসছে। এর মধ্যে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি ও জামায়াতে ইসলামী— দুই দলের প্রতিনিধরাই কিছু কিছু উপদেষ্টাকে ‘বিতর্কিত’ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, নির্বাচনের আগে এসব উপদেষ্টাকে সরকার থেকে সরে দাঁড়াতে হবে।

রাজনৈতিক দলগুলোর এ অবস্থানকে ‘কৌশলগত’ বলে মনে করছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, উনারা কিছুদিন পরপরই এ ধরনের কথা বলেন। কিন্তু আমাদের সবার সঙ্গে উনাদের এত আন্তরিক সম্পর্ক, আপনারা যদি দেখতেন অবাক হয়ে যেতেন। আমরা মনে করি, এটা হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে।

আসিফ নজরুল বলেন, আমরা এগুলো নিয়ে নিজেরা নিজেরা কথা বলি আর ভাবি, আসলে উনারা কী বলতে চান। আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে— বিএনপি, জামায়াত, এনিসিপি— এনসিপি মানে তখনকার ছাত্রনেতারা, প্রত্যেকের ব্যাপারে উনাদের সম্মতি ছিল। এটুকই আমি জানি।

উপদেষ্টা পরিষদের বৈঠকের তথ্য তুলে ধরে আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে শ্রম আইন এবং নির্বাচন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের ব্যাপারে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার হলো জগদ্দল পাথরের মতো, সরানো বড় দুরূহ : বদিউল আলম মজুমদার

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘হ্যাঁ ভোট’ মানে আপনি সংস্কারের পক্ষে। আর ‘না’ ভোট মানে যেভাবে চলছে সেভাবে চলবে। মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত থাকবে। দুঃখজনক হলেও সত্য, সরকার যে প্রচার-প্রচারণা চালানোর কথা সেটি তারা করেনি। সরকার হলো একটি জগদ্দল পাথরের

৬ ঘণ্টা আগে

‘প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় সরকারের কোনো অংশের মদত রয়েছে’

সম্মেলনে নূরুল কবীর বলেন, ‘আমরা পরিষ্কারভাবে জানি, প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটকে ধ্বংস করে দেওয়ার জন্য এক-দুই দিন আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল। কারা এই ঘোষণা দিয়েছে, তা এ দেশের মানুষ জানে এবং সরকারও জানে। ফৌজদারি অপরাধের এমন প্রকাশ্য ঘোষণার পরও সরকার তাদের গ্রেপ্তার করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়

৭ ঘণ্টা আগে

তারেক-জাইমার ভোটার হওয়া নিয়ে সিদ্ধান্ত রোববার: ইসি সচিব

ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রবিবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

৭ ঘণ্টা আগে

দেশকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনাই ছিল আমাদের মূল লক্ষ্য: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছেড়ে দেবে। আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, এমন নির্বাচন চাওয়া হচ্ছে যেখানে মানুষ তার ইচ্ছামতো ভোট দ

৮ ঘণ্টা আগে