আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় ১৬ জন জড়িত

ডেস্ক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানোর ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ঢাকার তৎকালীন পুলিশ সুপারসহ ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে মামলাটির শুনানিতে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ মোট ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আশুলিয়ার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত এবং সংঘবদ্ধ একটি হত্যাকাণ্ড। আমরা তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। অভিযোগপত্রে যাদের নাম এসেছে, তারা প্রত্যেকেই প্রভাবশালী ও ক্ষমতাবান ছিলেন। সেই কারণে এই মামলার গুরুত্ব অনেক বেশি।

তদন্ত সংস্থার প্রতিবেদন থেকে জানা গেছে, আশুলিয়ায় ২০২৪ সালের ভয়াবহ ওই ঘটনায় পরিকল্পিতভাবে ছয়জনকে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করতে আগুনে পুড়িয়ে ফেলা হয়। বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা এবং উদ্বেগ তৈরি হয়েছিল।

আরও জানা গেছে, এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ১৬ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকার তৎকালীন পুলিশ সুপার, বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীরা।

অপরদিকে, এদিন এই মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৭ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

এ ছাড়া, মানবতাবিরোধী অপরাধ মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও গুমসংক্রান্ত মামলায় জিয়াউল আহসানকে আদালতে উপস্থাপন করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মোহাম্মদপুরের ছিনতাই চক্রের প্রধান ‘ভাগনে বিল্লাল’ গ্রেপ্তার

বিল্লালের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় সাতটি গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অপরাধের ছয়টি মামলা রয়েছে।

১ ঘণ্টা আগে

এখনও কি ফোনে আড়ি পাতছে সরকার?

২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের আগে আড়িপাতার সরঞ্জাম কেনার প্রবণতা বেড়ে গিয়েছিল, যা থেকে বোঝা যায় ভিন্নমত দমনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতেই এসব নজরদারি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

২ ঘণ্টা আগে

জুলাইয়ে সড়কে ঝরেছে ৫৩ শিশুসহ ৪১৮ প্রাণ

দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাসমূহ ঘটেছে ভোরে ৪ দশমিক ৯৬ শতাংশ, সকালে ২৯ দশমিক ৫৭ শতাংশ, দুপুরে ২১ দশমিক ৮৯ শতাংশ, বিকালে ১৭ দশমিক ১৫ শতাংশ, সন্ধ্যায় ১১ দশমিক ০৬ শতাংশ এবং রাতে ১৫ দশমিক ৩৪ শতাংশ।

২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র থেকে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ইউক্রেন

ট্রাম্পের সঙ্গে সোমবারের এ বৈঠককে এখন পর্যন্ত ‘সেরা বৈঠক’ মন্তব্য করে জেলেনস্কি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র শুধু সমন্বয়ই করবে না, নিরাপত্তা নিশ্চয়তার অংশীদারও হবে- স্পষ্ট এমন ইঙ্গিত দিচ্ছে। এটি বড় একটি অগ্রগতি বলে আমি মনে করি।’

২ ঘণ্টা আগে