আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় ১৬ জন জড়িত

ডেস্ক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানোর ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ঢাকার তৎকালীন পুলিশ সুপারসহ ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে মামলাটির শুনানিতে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ মোট ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আশুলিয়ার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত এবং সংঘবদ্ধ একটি হত্যাকাণ্ড। আমরা তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। অভিযোগপত্রে যাদের নাম এসেছে, তারা প্রত্যেকেই প্রভাবশালী ও ক্ষমতাবান ছিলেন। সেই কারণে এই মামলার গুরুত্ব অনেক বেশি।

তদন্ত সংস্থার প্রতিবেদন থেকে জানা গেছে, আশুলিয়ায় ২০২৪ সালের ভয়াবহ ওই ঘটনায় পরিকল্পিতভাবে ছয়জনকে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করতে আগুনে পুড়িয়ে ফেলা হয়। বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা এবং উদ্বেগ তৈরি হয়েছিল।

আরও জানা গেছে, এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ১৬ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকার তৎকালীন পুলিশ সুপার, বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীরা।

অপরদিকে, এদিন এই মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৭ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

এ ছাড়া, মানবতাবিরোধী অপরাধ মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও গুমসংক্রান্ত মামলায় জিয়াউল আহসানকে আদালতে উপস্থাপন করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওয়াটারএইড বাংলাদেশে কাজের সুযোগ, বেতন দুই লাখ ১০ হাজার

৮ ঘণ্টা আগে

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতাসহ কারাগারে ৪

এর আগে ৩০ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের দুইদিনের রিমান্ডের আদেশ দেন। এদিন অপর আসামি মো. শাহিন হোসেনকে (৩৮) প্রয়োজনবোধে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। এর আগে ২৯ সেপ্টেম্বর আসামিদের কারাগারে পাঠান আদালত।

৮ ঘণ্টা আগে

গ্রিন ইউনিভার্সিটিতে অফিসার পদে কাজের সুযোগ

৯ ঘণ্টা আগে

হজযাত্রীর কোটা পূরণ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

চিঠিতে আরো বলা হয়, এরইমধ্যে ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ ঘোষণা করা হয়েছে। কোটা পূরণ এবং হজ প্যাকেজ ও গাইডলাইনের নির্দেশনার আলোকে এজেন্সিগুলোর জরুরি ভিত্তিতে সমন্বয় করে লিড গঠন করা প্রয়োজন। ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ এর অনুচ্ছেদ ১৩ (২) ও (৩) অনুযায়ী লিড এজেন্সির সঙ্গে সমন্বয়কারী সব এজেন্সি একই ধর

৯ ঘণ্টা আগে