চাকসু নির্বাচনে ৪১০ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ০১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বাছাই পর্ব শেষে ৪১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার চাকসুর ওয়েব সাইটে এ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

মনোনয়ন জমাদানকারীদের মধ্যে ভিপি পদে ২৩ জন, জিএস এবং এজিএস পদে ২১ জন করে প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এ তিনটি পদে যথাক্রমে ২৫ ও ২২ জন করে মনোনয়ন জমা দিয়েছিলেন।

চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, প্রাথমিক যাচাই বাছাই শেষে ১৯ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা পুনরায় যাচাই বাছাইয়ের আবেদন করতে পারবে।

প্রধান তিনটি পদ ছাড়া অন্যান্য পদের মধ্যে খেলাধূলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সহ-খেলাধূলা ও ক্রীড়া বিষয়ক সাম্পাদক পদে ১২, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৬, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৬, দপ্তর সম্পাদক পদে ১৮, সহ-দপ্তর সম্পাদক পদে ১৩, ছাত্রীদের জন্য বরাদ্দ দুইটি পদের একটি ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১২, সহ ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১১, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ১১, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে ১৩, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ২০, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ১৭ জন করে, ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে ১৬, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ২০ জন, সহ যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ১১ পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া পাঁচটি নির্বাহী সদস্য পদের বিপরীতে ফরম জমা পড়া ৮৪টির মধ্যে ৮০ ফরম বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনে ৫২৯ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এরমধ্যে ৪২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং পর দিন প্রার্থীতা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি অনুষ্ঠি হবে। এরপর ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।

সরকার দলীয় ছাত্র সংগঠনবিহীন এ নির্বাচনে ছাত্রদল একক এবং ইসলামী ছাত্র শিবির 'সম্প্রীতির শিক্ষার্থী জোট' নামে প্যানেল দিয়েছে।

'দ্রোহ পর্ষদ' নামে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, 'সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে ইসলামী ছাত্র আন্দোলন, বিভিন্ন বাম ছাত্র সংগঠন ও পাহাড়ি ছাত্র পরিষদ সম্মিলিত ভাবে ‘বৈচিত্র্যের ঐক্যসহ’ ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো রোববার পর্যন্ত মোট ১২টি প্যানেল ঘোষণা করেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বৈষম্যবিরোধী আইন প্রবর্তনের আহ্বান দেবপ্রিয়র

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত কয়েক বছর ধরে আমাদের মনে হয়েছে, বাংলাদেশে বৈষম্য মোকাবিলায় একটি আইনি কাঠামোর প্রয়োজন। আগের সরকারের সময়েও আমরা সর্বজনীন বৈষম্যবিরোধী আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছিলাম, খসড়াও তৈরি হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রেক্ষাপটে, বিশেষ করে গত বছরের আগস্টে ছাত্র গণঅভ্যুত্থানের ম

৫ ঘণ্টা আগে

পুলিশের সঙ্গে প্রাথমিক শিক্ষকদের সংঘর্ষ

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

৫ ঘণ্টা আগে

আরও ১৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধনের বিষয়ে দাবি বা আপত্তি থাকলে তা ১৫ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

৬ ঘণ্টা আগে

গাঁজা বিক্রি করতে নিষেধ করায় খুন হন সাম্য: ডিবি

অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আখতার মোর্শেদ উল্লেখ করেন, সাম্য ও তার বন্ধুরা প্রায়ই উদ্যানে সময় কাটাতেন এবং মাদক বিক্রি বন্ধে স্থানীয়দের সচেতন করতেন। এতে মাদক বিক্রেতাদের সঙ্গে তাদের শত্রুতা তৈরি হয়। ১৩ মে রাতে সেই শত্রুতার জের ধরে সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

৬ ঘণ্টা আগে