চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উত্তাল ঢাবি

ঢাবি প্রতিনিধি
চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। ছবি: রাজনীতি ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন। এসব কর্মসূচি থেকে দ্রুততম সময়ে এ হামলার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা না হলে সরকারকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (৩১ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ দিন সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা টিএসসি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে কলাভবন, মলচত্বর ঘুরে ফের টিএসসিতে ফিরে যায়।

মিছিলে ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ছাড়াও উপস্থিত ছিলেন ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা।

মিছিল-পরবর্তী সমাবেশে ডাকসুতে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, আমরা মরে যাইনি। আমরা বেঁচে আছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের সঙ্গে আছে। আমরা চুপ করে থাকব না, যতক্ষণ না পর্যন্ত এই হামলার সুষ্ঠ বিচার হবে।

সরকারের উদ্দেশে আবিদ বলেন, যাদের রক্তের বিনিময়ে আপনি ক্ষমতায় এসেছেন, তাদের ওপর হামলা আপনি থামাতে পারেননি। এটাই আপনার ব্যর্থতা। দায়িত্ব পালন করতে না পারলে ব্যর্থতা স্বীকার করুন, ক্ষমতা ছাড়ুন।

ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, চবিতে হামলার দাগ শুকানোর আগেই প্রকৃত হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করুন। না হলে মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুপ করে বসে থাকবে না।

ছাত্রদল ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, আজকের পর থেকে দেশের কোথাও শিক্ষার্থীর রক্ত ঝরলে তার দায় সরকারকে নিতে হবে। দেড় দশকের সংগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদল খুনি হাসিনার পতন ঘটিয়েছে, হামলাকারীদের বিচার নিশ্চিত না করলে সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে এই সরকারের বিরুদ্ধেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।

এর আগে টিএসসিসি এলাকায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাদের দাবি, আগে বহুবার এমন ঘটনা ঘটলেও প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। এ কারণেই বারবার শিক্ষার্থীদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা ঘটনাগুলো ঘটছে।

মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মো. শামশুদ্দৌজা নবাব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বিচার না হওয়ায় এসব ঘটনা প্রতি বছর পুনরাবৃত্তি হচ্ছে। বিচার না হলে অন্য বিশ্ববিদ্যালয়েও একই ঘটনা ঘটতে থাকবে।

এদিকে রাতে টিএসসি এলাকায় মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। মিছিলটি টিএসসির আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।

মিছিল-পরবর্তী সমাবেশে ছাত্র ফেডারেশনের নেতারা বলেন, চবি শিক্ষার্থীদের ওপর হামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সরকারের দায়িত্বহীনতা স্পষ্ট। এখন এ হামলায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে বিচারের আওতায় আনা না হলে সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ। ঢাবি ক্যাম্পাসে ক্রিয়াশীল অন্য ছাত্র সংগঠনগুলোও বিক্ষোভ করেছে এবং হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নির্বাচন সুষ্ঠু করতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, দীর্ঘ ১৭ বছর পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেছে অন্তবর্তী সরকার। নির্বাচন সুষ্ঠু করতে সরকার বদ্ধপরিকর।

১২ ঘণ্টা আগে

ইসিকে শতভাগ নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনার আহ্বান সুজনের

‎‎নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের এবং এ দায়িত্বে কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। সেই সঙ্গে সরকারকে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

১৪ ঘণ্টা আগে

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন এবং ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পর

১৮ ঘণ্টা আগে

বাড্ডায় বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

১৮ ঘণ্টা আগে