ওষুধের কমিশন বাড়িয়ে ২৫% করতে ১৫ দিনের আলটিমেটাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৫: ৪৮
খুচরা ওষুধের দোকানের কমিশন বাড়ানোর দাবি জানিয়ে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতি। ছবি: রাজনীতি ডটকম

ওষুধ কোম্পানিগুলো দফায় দফায় দাম বাড়ালেও খুচরা ওষুধ বিক্রেতাদের কমিশন বাড়ানো হয়নি বলে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি অভিযোগ করেছে।

সমিতির নেতারা বলছেন, এর ফলে তারা টিকে থাকা নিয়েই সংকটে পড়েছেন। এ অবস্থায় খুচরা ওষুধ বিক্রেতাদের কমিশন বাড়িয়ে ২৫ শতাংশ করার দাবি জানিয়েছেন তারা। ১৫ দিনের মধ্যে এ দাবি না মানলে সারা দেশে ওষুধের দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি এসব অভিযোগ ও দাবি তুলে ধরেছে।

সমিতির সভাপতি মাসুম হোসেন চৌধুরী বলেন, ওষুধের দোকানদারদের জন্য এখনকার যে কমিশন আছে, তা পুনর্নির্ধারণ করে ন্যূনতম ২৫ শতাংশে উন্নীত করতে হবে। আমাদের এ যৌক্তিক দাবি আগামী ১৫ দিনের মধ্যে মেনে না নিলে সারা দেশে সব কেমিস্ট দোকান বন্ধ রেখে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।

সমিতির নেতারা বলেন, প্রেসক্রিপশন ওষুধ, লাইফ সেভিং ড্রাগ ও ইনজেকশনসহ গুরুত্বপূর্ণ ওষুধে ব্যবসায়ীরা খুবই কম কমিশন পান। অন্যদিকে বিদ্যুৎ, গ্যাস, ভাড়া, কর ও শ্রমিক মজুরিসহ অন্যান্য খরচ দিন দিন বাড়ছে। ফলে খুচরা ওষুধ ব্যবসায়ীরা অস্তিত্ব সংকটে পড়েছেন।

তারা আরও বলেন, কোম্পানিগুলো উৎপাদন খরচের অজুহাতে একাধিকবার ওষুধের দাম বাড়িয়েছে। কিন্তু সেই বাড়তি দামের সঙ্গে সামঞ্জস্য রেখে খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানো হয়নি। উলটো এই কমিশন ১৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। অথচ প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে খুচরা বিক্রেতাদের ৩০ শতাংশ পর্যন্ত কমিশন দেওয়া হয়।

ওষুধ ব্যবসায়ীরা দাবি করেন, কমিশন পুনর্নির্ধারণ করে অন্তত ২৫ শতাংশ পর্যন্ত না বাড়ালে সারা দেশে ওষুধ দোকান বন্ধ রেখে আন্দোলনে নামবেন তারা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিহার্য : তথ্য সচিব

সচিব জানান, প্রান্তিক মানুষকে গণভোট সম্পর্কে অবহিত করতে মাল্টিমিডিয়া ব্যবহার করে ৬৪ জেলায় ৪৯৫ উপজেলায় ভোটালাপ উঠান বৈঠক ও টেনমিনিট ব্রিফ করছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। মোবাইলফোন ব্যবহার করে গণভোটের নিয়ম শেখাচ্ছেন তথ্যআপা।

১০ ঘণ্টা আগে

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের খবর সঠিক নয় : ইসি

গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভ

১০ ঘণ্টা আগে

পাঁচ জেলায় সড়কে ঝরল ১৪ প্রাণ

এদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে গাড়ির ধাক্কায় মো. আলী আব্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পিএবি সড়কের কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১১ ঘণ্টা আগে

খালেদা জিয়া সাংবাদিক হিসেবে আমাকে পছন্দ করতেন: আইন উপদেষ্টা

আমি অনেক আগে থেকে বেগম খালেদা জিয়ার ভক্ত ছিলাম। তিনি সাংবাদিক হিসেবে আমাকে পছন্দ করতেন বলে জানিয়েছেন আইন, ক্রীড়া ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

১৩ ঘণ্টা আগে